সুন্দরবনের মৈপীঠে ফের বাঘের আতঙ্ক

- আপডেট : ৩ জুন ২০২৫, মঙ্গলবার
- / 348
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: কুলতলির মৈপীঠে সাতসকালে বাঘের আগমন। কয়েক মাসের মধ্যেই মৈপীঠে ফের বাঘের আতঙ্ক। সাতসকালে মাকরি নদী পেরিয়ে লোকালয় সংলগ্ন জঙ্গলে দেখা যায় দক্ষিণরায়কে। স্থানীয়দের নজরে পড়তেই আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে এলাকায় পৌঁছোয় বনদফতরের কর্মীরা।
মঙ্গলবার ভোরে শৌচালয় যাওয়ার জন্য ঘর থেকে বের হন মৈপীঠের নগেদাবাদের এক বাসিন্দা। তাঁরই নজরে পড়ে হলুদ ডোরাকাটা। সূত্রের খবর, আজমলমারির জঙ্গল থেকে বেরিয়ে মাকরি নদী পেরিয়ে লোকালয় সংলগ্ন জঙ্গলে জলে আসে বাঘমামা। দক্ষিণরায়কে ঘন জঙ্গলে ফেরাতে খাঁচা পাতার প্রক্রিয়া শুরু হয়েছে। বাঘবন্দি না হওয়া পর্যন্ত খুব প্রয়োজন ছাড়া গ্রামবাসীদের বাড়িতে থেকে বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে মৈপীঠ উপকূল থানার পুলিশ।
উল্লেখ্য, কুলতলি, মৈপীঠ সংলগ্ন এলাকায় বাঘের আনাগোনা নতুন নয়। মাস দুয়েক আগেও মাতলা ও মাকড়ি নদীর সংযোগস্থল পেরিয়ে বাঘকে দেউলবাড়ি গ্রামের ধান খেতে ঢুকতে দেখেছিলেন মৎস্যজীবীরা। গ্রামবাসীরাই রাত জেগে পাহারার ব্যবস্থা করেন। বনদফতরের দীর্ঘ চেষ্টার পর সে বারে দক্ষিণরায় ফিরেছিল নিজের ডেরায়।আর এবারে কখন ফেরে তার অপেক্ষায় মৈপীঠ বাসীরা।