পুবের কলম, ওয়েবডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ২০২৫ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে বেছে নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) স্থপতিদের। বৃহস্পতিবার ঘোষিত এই ফলাফলে একক কোনো ব্যক্তি নয়, বরং এআই প্রযুক্তির নেপথ্যের উদ্ভাবক, চিন্তক ও নির্মাতাদের সম্মান জানানো হয়েছে।
টাইম জানায়, ২০২৫ সাল এআইয়ের জন্য ছিল রূপান্তরের বছর, যখন এই প্রযুক্তি অপ্রতিরোধ্যভাবে দৃশ্যপটে উঠে আসে। সাময়িকীর ভাষায়, এআইয়ের স্থপতিরা এক নতুন যুগের সূচনা করেছেন, যেখানে যন্ত্র মানুষের মতো চিন্তা করতে সক্ষম হচ্ছে। এই বাস্তবতা যেমন বিশ্বকে বিস্মিত করেছে, তেমনি উদ্বেগও তৈরি করেছে।
টাইম সচেতনভাবে এআইকে নয়, বরং এর স্থপতিদের স্বীকৃতি দিয়েছে। অতীতেও সাময়িকীটি ব্যক্তি নয়, কোনো ধারণা বা প্রযুক্তিকে বর্ষসেরা করেছে,যেমন ১৯৮২ সালে ‘পার্সোনাল কম্পিউটার’ এবং ১৯৮৮ সালে ‘বিপন্ন পৃথিবী’। টাইমের প্রধান সম্পাদক স্যাম জ্যাকবস বলেন, উদ্ভাবন–নির্ভর এই স্বীকৃতি তাদের দীর্ঘদিনের ধারাবাহিকতার অংশ।
গবেষণা প্রতিষ্ঠান ফরেস্টারের প্রধান বিশ্লেষক থমাস হাসনও এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তাঁর মতে, এ বছর এআই শুধু প্রযুক্তিপ্রেমীদের সীমায় ছিল না; বরং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অংশে পরিণত হয়েছে,যা তাকে বর্ষসেরা নির্বাচনের যোগ্য করে।
এবারের সম্ভাব্য তালিকায় আরও ছিলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং, ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান, পোপ লিও চতুর্দশ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি।
গত বছর টাইমের বর্ষসেরা ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প; তার আগের বছর নির্বাচিত হয়েছিলেন পপ তারকা টেইলর সুইফট।







































