০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দুই গান থেকে ‘সুর চুরি’ করে তৈরি ‘সাইয়ারা’র টাইটেল সং

ইমামা খাতুন
  • আপডেট : ১ অগাস্ট ২০২৫, শুক্রবার
  • / 33

পুবের কলম ওয়েবডেস্ক : মোহিত সুরির সিনেমা ‘সাইয়ারা’ এখন দাঁপিয়ে বেড়াচ্ছে বলিউডের বক্স অফিস। শুধু সিনেমা নয়, গানও তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকমহলে। তবে এ সিনেমার গানেই এবার উঠেছে সুর চুরির অভিযোগ।

বর্তমানে স্পটিফাইয়ের টপ গ্লোবাল চার্টে চতুর্থ স্থানে রয়েছে ‘সাইয়ারা’ সিনেমার টাইটেল সং ‘সাইয়ারা তু তো বদলা নেহি হে, মওসম যারাসা রুঠা হুয়া হে’। অভিযোগ উঠেছে, এ গানের সুর ব্রিটিশ ব্যান্ড ওয়ান ডিরেকশনের একটি গানের সুরের সঙ্গে মিলে যায়। গানটির নাম ‘নাইট চেঞ্জেস’।

আরও পড়ুন: শাহরুখ খানের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ, ‘মন্নত’-এর সংস্কার ঘিরে জটিলতা বাড়ছে

এ গানের শুরুর সুর খানিকটা বদলে নিজের করে নিয়েছেন ‘সাইয়ারা’র সুরকার।এছাড়া বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়ালের ‘হামনাভা মেরে’ গানের সঙ্গেও মিল রয়েছে ‘সাইয়ারা’ গানটির। ‘হামনাভা মেরে’ গানের দ্বিতীয় অন্তরার সুরে প্রবলভাবে প্রভাবিত হয়েছে ‘সাইয়ারা’র টাইটেল সংটি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুই গান থেকে ‘সুর চুরি’ করে তৈরি ‘সাইয়ারা’র টাইটেল সং

আপডেট : ১ অগাস্ট ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক : মোহিত সুরির সিনেমা ‘সাইয়ারা’ এখন দাঁপিয়ে বেড়াচ্ছে বলিউডের বক্স অফিস। শুধু সিনেমা নয়, গানও তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকমহলে। তবে এ সিনেমার গানেই এবার উঠেছে সুর চুরির অভিযোগ।

বর্তমানে স্পটিফাইয়ের টপ গ্লোবাল চার্টে চতুর্থ স্থানে রয়েছে ‘সাইয়ারা’ সিনেমার টাইটেল সং ‘সাইয়ারা তু তো বদলা নেহি হে, মওসম যারাসা রুঠা হুয়া হে’। অভিযোগ উঠেছে, এ গানের সুর ব্রিটিশ ব্যান্ড ওয়ান ডিরেকশনের একটি গানের সুরের সঙ্গে মিলে যায়। গানটির নাম ‘নাইট চেঞ্জেস’।

আরও পড়ুন: শাহরুখ খানের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ, ‘মন্নত’-এর সংস্কার ঘিরে জটিলতা বাড়ছে

এ গানের শুরুর সুর খানিকটা বদলে নিজের করে নিয়েছেন ‘সাইয়ারা’র সুরকার।এছাড়া বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়ালের ‘হামনাভা মেরে’ গানের সঙ্গেও মিল রয়েছে ‘সাইয়ারা’ গানটির। ‘হামনাভা মেরে’ গানের দ্বিতীয় অন্তরার সুরে প্রবলভাবে প্রভাবিত হয়েছে ‘সাইয়ারা’র টাইটেল সংটি।