কাকদ্বীপে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ভাইপো খুন

- আপডেট : ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 32
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : বিধানসভার নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক খুনোখুনি তত বেড়ে চলেছে।এবার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ভাইপো খুন।বৃহস্পতিবার সাত সকালে ধানখেত থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ।এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল কাকদ্বীপের রামতনুনগরে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। খুনের কারণ নিয়ে ঘনাচ্ছে রহস্য। ঠিক কী ঘটেছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতের নাম রাকিব শেখ। তার বয়স ২৭ বছর। কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য সালাউদ্দিন শেখের ভাইপো ওই যুবক। বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা এলাকার ধানের জমিতে কিছু একটা পড়ে থাকতে দেখেন। সামনে যেতেই ভয়ংকর দৃশ্য। দেখা যায়, পড়ে রয়েছে যুবকের ক্ষতবিক্ষত দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। হারউডপয়েন্ট কোস্টাল থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করেছে। পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।আর এই
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উওেজনা সৃষ্টি হয়েছে।