০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আজ নবী দিবস

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার
  • / 160

পুবের কলম, ওয়েবডেস্ক:  হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বর্তমান সউদি আরবের মক্কা নগরীর কুরাইশ গোত্রের বনি হাশিম বংশে জন্মগ্রহণ করেন। হযরত মুহাম্মদ (সা) ৫৭০ খৃীস্টাধে ১২ই রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেন। তাঁর মায়ের নাম আমিনা এবং পিতার নাম আধুল্লাহ। জন্ম নেওয়ার দাদু আধুল মুত্তালিব খুশিতে শিশু মুহাম্মদ (সা) কে কোলে নিয়ে তাঁর নাম রাখেন মুহাম্মদ।

সারা বিশ্বের মুসলমানদের কাছে এই দিনটি অত্যন্ত মর্যাদার। বহু ইসলামি দেশেই পালিত হয় নবী দিবস। ইথিওপিয়া, ভারত, যুক্তরাজ্য, তুরস্ক, নাইজেরিয়া, কোট ডিলভোয়ার, ইরাক, ইরান, মালদ্বীপ, মরক্কো, জর্ডান, লিবিয়া, রাশিয়া ও কানাডায়পালিত হয়। তুরস্কেও মিলাদুন্নবী ব্যাপকভাবে পালিত হয়।

তিনি অজ্ঞতার আঁধার থেকে মানুষকে আলোর পথে নিয়ে এসেছিলেন। শিখিয়েছিলেন আধ্যাত্মিকতা। দিয়েছিলেন শান্তির পয়গাম। তাঁর শিক্ষা ও চেতনায় এক সময় মুসলিমরা জ্ঞান, বিজ্ঞান, বাণিজ্য ও চিকিৎসাক্ষেত্রে বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দিয়েছিলেন। তিনি এসেছিলেন মানব মুক্তি ও শান্তির দূত হিসাবে। জন্মদিনে তাঁর ওপর বর্ষীত হোক আল্লাহ আশিস। আমিন…

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আজ নবী দিবস

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বর্তমান সউদি আরবের মক্কা নগরীর কুরাইশ গোত্রের বনি হাশিম বংশে জন্মগ্রহণ করেন। হযরত মুহাম্মদ (সা) ৫৭০ খৃীস্টাধে ১২ই রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেন। তাঁর মায়ের নাম আমিনা এবং পিতার নাম আধুল্লাহ। জন্ম নেওয়ার দাদু আধুল মুত্তালিব খুশিতে শিশু মুহাম্মদ (সা) কে কোলে নিয়ে তাঁর নাম রাখেন মুহাম্মদ।

সারা বিশ্বের মুসলমানদের কাছে এই দিনটি অত্যন্ত মর্যাদার। বহু ইসলামি দেশেই পালিত হয় নবী দিবস। ইথিওপিয়া, ভারত, যুক্তরাজ্য, তুরস্ক, নাইজেরিয়া, কোট ডিলভোয়ার, ইরাক, ইরান, মালদ্বীপ, মরক্কো, জর্ডান, লিবিয়া, রাশিয়া ও কানাডায়পালিত হয়। তুরস্কেও মিলাদুন্নবী ব্যাপকভাবে পালিত হয়।

তিনি অজ্ঞতার আঁধার থেকে মানুষকে আলোর পথে নিয়ে এসেছিলেন। শিখিয়েছিলেন আধ্যাত্মিকতা। দিয়েছিলেন শান্তির পয়গাম। তাঁর শিক্ষা ও চেতনায় এক সময় মুসলিমরা জ্ঞান, বিজ্ঞান, বাণিজ্য ও চিকিৎসাক্ষেত্রে বিশ্বজুড়ে আলোড়ন ফেলে দিয়েছিলেন। তিনি এসেছিলেন মানব মুক্তি ও শান্তির দূত হিসাবে। জন্মদিনে তাঁর ওপর বর্ষীত হোক আল্লাহ আশিস। আমিন…