০৭ জানুয়ারী ২০২৬, বুধবার, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আগামীকাল সেট পরীক্ষা, পরীক্ষা দিতে আসতে পারবেন করোনা আক্রান্ত পরীক্ষার্থীরাও

পুবের কলম ওয়েবডেস্ক: রাজ্যে যেন হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ।বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের পঠন-পাঠন। কিন্তু তারই মাঝে আগামীকাল রবিবার কলেজে অধ্যাপক যোগ্যতার পরীক্ষা স্টেট এলিজেবিলিটি টেস্ট বা সেট পরীক্ষা নিতে চলেছে কলেজ সার্ভিস কমিশন। বহু পরীক্ষার্থী ভেবেছিল করোনা পরিস্থিতির মাঝে হয়তো পরীক্ষা বাতিল হতে পারে। কিন্তু করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পরীক্ষার সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

আগামীকাল রবিবার এই পরীক্ষার জন্য বাড়ানো হয়েছে পরীক্ষাকেন্দ্রের সংখ্যাও। এ বছর ৯০ হাজার পরীক্ষার্থীর কথা ভেবে নানা সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগামীকাল রবিবার সকাল সাড়ে ৯ টার বদলে সেট পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। দুটি পত্রের পরীক্ষার মধ্যে প্রথম পত্রের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। আর দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত। তবে সকাল ৯টার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে রিপোর্ট করতে হবে।

তবে যদিও কোনও পরীক্ষার্থী করোনা আক্রান্ত হয়ে থাকে।তার জন্য আগাম ব্যবস্থা নিয়ে রেখেছে কলেজ সার্ভিস কমিশন। প্রতিটি পরীক্ষা কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছে, করোনা আক্রান্ত কোনও পরীক্ষার্থী যেন পরীক্ষা দিতে আসলে তাঁর জন্য আইসোলেশন রুম প্রস্তুত রাখতে হবে। ওই আইসোলেশন রুমে বসে করোন আক্রান্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন। তবে ওই আইসোলেশন রুমে যে সমস্ত ইনভিজিলেটর থাকবেন তাঁরা পিপিই কিট পরে দায়িত্ব পালন করবেন। ওই সমস্ত পরীক্ষার্থীদের জন্য আলাদা করে প্রশ্নপত্র রাখা থাকবে। তাঁদের ওমর শিট বিশেষভাবে প্যাকেট করার নির্দেশ দিয়েছে কমিশন।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

এবার গ্রিনল্যান্ড দখলের ছক? সামরিক বিকল্পও ভাবছে ট্রাম্প প্রশাসন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আগামীকাল সেট পরীক্ষা, পরীক্ষা দিতে আসতে পারবেন করোনা আক্রান্ত পরীক্ষার্থীরাও

আপডেট : ৮ জানুয়ারী ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক: রাজ্যে যেন হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ।বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের পঠন-পাঠন। কিন্তু তারই মাঝে আগামীকাল রবিবার কলেজে অধ্যাপক যোগ্যতার পরীক্ষা স্টেট এলিজেবিলিটি টেস্ট বা সেট পরীক্ষা নিতে চলেছে কলেজ সার্ভিস কমিশন। বহু পরীক্ষার্থী ভেবেছিল করোনা পরিস্থিতির মাঝে হয়তো পরীক্ষা বাতিল হতে পারে। কিন্তু করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পরীক্ষার সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

আগামীকাল রবিবার এই পরীক্ষার জন্য বাড়ানো হয়েছে পরীক্ষাকেন্দ্রের সংখ্যাও। এ বছর ৯০ হাজার পরীক্ষার্থীর কথা ভেবে নানা সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগামীকাল রবিবার সকাল সাড়ে ৯ টার বদলে সেট পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। দুটি পত্রের পরীক্ষার মধ্যে প্রথম পত্রের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। আর দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত। তবে সকাল ৯টার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে রিপোর্ট করতে হবে।

তবে যদিও কোনও পরীক্ষার্থী করোনা আক্রান্ত হয়ে থাকে।তার জন্য আগাম ব্যবস্থা নিয়ে রেখেছে কলেজ সার্ভিস কমিশন। প্রতিটি পরীক্ষা কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছে, করোনা আক্রান্ত কোনও পরীক্ষার্থী যেন পরীক্ষা দিতে আসলে তাঁর জন্য আইসোলেশন রুম প্রস্তুত রাখতে হবে। ওই আইসোলেশন রুমে বসে করোন আক্রান্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন। তবে ওই আইসোলেশন রুমে যে সমস্ত ইনভিজিলেটর থাকবেন তাঁরা পিপিই কিট পরে দায়িত্ব পালন করবেন। ওই সমস্ত পরীক্ষার্থীদের জন্য আলাদা করে প্রশ্নপত্র রাখা থাকবে। তাঁদের ওমর শিট বিশেষভাবে প্যাকেট করার নির্দেশ দিয়েছে কমিশন।