টোটো চালকদের দৌরাত্মে বিরক্ত বাসিন্দারা, মাত্রারিক্ত ভাড়ায় নাভিশ্বাস

- আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২৩, রবিবার
- / 8
পুবের কলম, ওয়েবডেস্ক: টোটো চালকদের দুর্ব্যবহার ও অতিরিক্ত ভাড়া নেওয়াই বিরক্ত বাসিন্দারা। টোটোতে চাপলেই মাত্রারিক্ত হারে ভাড়া নেওয়া হচ্ছে। দাবিমত ভাড়া না দিলে অভব্য ব্যবহার করা হচ্ছে, টোটো চালকদের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন নিউটাউনের বাসিন্দারা। তাঁদের দাবি, ভাড়া নিয়ন্ত্রণ করে দ্রুত সমস্যার সমাধান করা হোক।
জানা গিয়েছে, এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াতের জন্য শহরের রাস্তায় পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা নেই। যাদের বাইক বা গাড়ির মতো ব্যক্তিগত যানবাহন নেই, তাদের যাতায়াতের জন্য টোটো বা অটোর উপর নির্ভর করতে হয়। নিউটাউন এলাকায় প্রায় ৭৫০ টোটো চলাচল করে। নিউটাউনের এক সংস্থার সম্পাদক পুলক দে বলেন, ‘মাত্র দু কিমি যাতায়াতের জন্য টোটো চালকরা যাত্রীদের কাছে ৫০ থেকে ৬০ টাকা ভাড়া দাবি করেন। কখনো কখনো ১০০ টাকাও দাবি করা হয়। চালকরা প্রায়ই বয়স্ক মানুষদের সঙ্গে অভদ্র আচরণ করেন। স্থানীয় টোটো সিন্ডিকেটের ভয়ে বাসগুলি প্রায়শই বাস স্টপে দাঁড়ায় না’। এই সমস্যা সমাধানের জন্য এনকেডিএ কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন পুলক দে।
নিউটাউনের সামাজিক সংগঠন চেয়ারপার্সন সমরেশ দাস বলছেন, ‘টোটো দৌরাত্ম চরম সীমায় পৌঁছেছে। চালকদের ‘দাদাগিরি’তে অতিষ্ট হয়ে পড়েছেন বাসিন্দারা। ভাড়া নেওয়ার ক্ষেত্রে কোনও নিয়ন্ত্রণ নেই। তাঁদের মন মর্জি ভাড়া দাবি করেন’। তাঁরা একাই রাজ করার জন্য প্রতিদ্বন্দ্বী টোটো চালকদের টোটো চালাতে দেওয়া হয় না’।