১০৫টি ‘দেবী’ বৈদ্যুতিক বাসের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, সরকারি প্রকল্পে গেরুয়া রঙের ছোয়ায় বির্তক

- আপডেট : ২৮ জুন ২০২৫, শনিবার
- / 306
পুবের কলম ওয়েবডেস্ক: সরকারি পরিষেবাতেও গেরুয়া রঙের ছোয়া। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা শুক্রবার ১০৫টি বৈদ্যুতিক বাসের উদ্বোধন করেছে। সেই বাসগুলির নাম দেওয়া হয়েছে ‘দেবী’। সবুজ রঙের পরিবর্তে গেরুয়া রঙ দিয়ে বাসগুলিকে সুসজ্জিত করা হয়েছে। সরকারি টাকায় কেনো গেরুয়া রঙ! প্রশ্ন তুলেছে বিরোধীরা। নতুন পরিষেবার সূচনা ঘিরে দিল্লির রাজনীতিতে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিরোধীদের বক্তব্য, সবুজ বৈদ্যুতিক গতিশীলতায় পরিবেশ-বন্ধুত্বের প্রতীক। গেরুয়া রঙের ব্যবহার পুরোপুরি রাজনৈতিক।
আম আদমি পার্টির দিল্লির আহ্বায়ক সৌরভ ভরদ্বাজ রেখা সরকারের সমালোচনা করে বলেছেন, “গণপরিবহনকে রাজনীতিকরণ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার চেষ্টা। দেবী বাসের গেরুয়া রং করে হিন্দু বিশ্বাসে আঘাত করতে চায় বিজেপি। এসব বাসে যখন বমি, পান, থুতু ও শ্লেষ্মার দাগ লেগে যাবে, তখন তা আমাদের বিশ্বাসের অবমাননা হবে।” যদিও দিল্লির মুখ্যমন্ত্রীর যুক্তি, “দিল্লি একটি প্রাণবন্ত এবং রঙিন শহর। পরীক্ষামূলকভাবে সবুজ ও কমলা রঙের বাস চালু করা হচ্ছে। নতুন বাসের সূচনা রথযাত্রার সাথে মিলে গিয়েছে এবং ভগবান জগন্নাথকে উৎসর্গ করা হয়েছে।”
মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, সরকারি পরিষেবায় লিঙ্গ অন্তর্ভুক্তিকে উৎসাহিত করতেই নতুন কয়েকটি বাস চালাবেন মহিলারা। মুখ্যমন্ত্রী গুপ্তার কথায়, দিল্লিতে ইতিমধ্যে ২ হাজারেরও বেশি ই-বাস চলছে এবং গণপরিবহন বহরের ১০০ শতাংশ বৈদ্যুতিক যানবাহনে রূপান্তরিত করার লক্ষ্য রয়েছে। এটি কেবল একটি বাসের উদ্বোধন নয়। দিল্লির জন্য একটি পরিষ্কার, নিরাপদ এবং আরও টেকসই পরিবহন ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এদিকে বিজেপির বক্তব্য, গেরুয়া গোটা দেশের রং, শুধু বিজেপি নয়। নতুন চালু হওয়া নয় মিটার দীর্ঘ বাসগুলি শহরের সংকীর্ণ গলিতে চলাচলের জন্য চালু করা হয়েছে।