০৯ অগাস্ট ২০২৫, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লিতে ভারী বর্ষণে মর্মান্তিক দুর্ঘটনা, মন্দির সংলগ্ন দেওয়াল ধসে মৃত ৭

মারুফা খাতুন
  • আপডেট : ৯ অগাস্ট ২০২৫, শনিবার
  • / 22

পুবের কলম ওয়েবডেস্ক : দিল্লির দক্ষিণ-পূর্বের জৈতপুরের হরি নগরে শনিবার সকালেই মর্মান্তিক দুর্ঘটনা। রাতভর একটানা বর্ষণে পুরনো এক মন্দিরের পাশের দেওয়াল ভেঙে পড়ে চাপা পড়ে সাতজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দু’জন শিশু। মৃতরা হলেন শবিবুল (৩০), রবিবুল (৩০), মুট্টু আলি (৪৫), রুবিনা (২৫), ডলি (২৫), রুখসানা (৬) ও হাসিনা (৭)।

পুলিশ সূত্রে জানা যায়, দেওয়ালের গায়ে হেলান দিয়ে থাকা কয়েকটি পুরনো ঝুপড়িতে আটজনের বাস ছিল। গভীর রাতে ভারী বৃষ্টির চাপে দেওয়ালটি ভেঙে পড়লে সবাই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। স্থানীয়রা ও উদ্ধারকারী দল মিলে দ্রুত তাদের উদ্ধার করে সাফদারজং হাসপাতাল ও এইমসে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সাতজনের মৃত্যু হয়, একমাত্র জীবিত হাসিবুলের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন:  ভারী বর্ষণে মর্মান্তিক দুর্ঘটনা দিল্লিতে, মন্দির সংলগ্ন দেওয়াল ধসে মৃত 8

শুক্রবার রাত থেকে হওয়া বৃষ্টিতে শহরের বহু এলাকা জলমগ্ন, আন্ডারপাস প্লাবিত, এবং যানজট ব্যাপক আকার ধারণ করে। আবহাওয়া দফতর শনিবারের জন্য ‘রেড অ্যালার্ট’ জারি করে। সাফদারজং আবহাওয়া কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সেখানে ৭৮.৭ মিমি এবং প্রগতি ময়দানে ১০০ মিমি বৃষ্টি রেকর্ড হয়েছে। প্রশাসন নদীর জলস্তর ও বৃষ্টিপাত নিবিড়ভাবে নজরে রাখছে।

আরও পড়ুন: রাজস্থানে হঠাৎ ভেঙে পড়ল স্কুলের ছাদ, চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু ৬ পড়ুয়ার

আরও পড়ুন: ইউক্যালিপটাস গাছ ভেঙে হাওড়া পুরোনিগমে মৃত ২ কর্মী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিল্লিতে ভারী বর্ষণে মর্মান্তিক দুর্ঘটনা, মন্দির সংলগ্ন দেওয়াল ধসে মৃত ৭

আপডেট : ৯ অগাস্ট ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক : দিল্লির দক্ষিণ-পূর্বের জৈতপুরের হরি নগরে শনিবার সকালেই মর্মান্তিক দুর্ঘটনা। রাতভর একটানা বর্ষণে পুরনো এক মন্দিরের পাশের দেওয়াল ভেঙে পড়ে চাপা পড়ে সাতজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দু’জন শিশু। মৃতরা হলেন শবিবুল (৩০), রবিবুল (৩০), মুট্টু আলি (৪৫), রুবিনা (২৫), ডলি (২৫), রুখসানা (৬) ও হাসিনা (৭)।

পুলিশ সূত্রে জানা যায়, দেওয়ালের গায়ে হেলান দিয়ে থাকা কয়েকটি পুরনো ঝুপড়িতে আটজনের বাস ছিল। গভীর রাতে ভারী বৃষ্টির চাপে দেওয়ালটি ভেঙে পড়লে সবাই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। স্থানীয়রা ও উদ্ধারকারী দল মিলে দ্রুত তাদের উদ্ধার করে সাফদারজং হাসপাতাল ও এইমসে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সাতজনের মৃত্যু হয়, একমাত্র জীবিত হাসিবুলের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন:  ভারী বর্ষণে মর্মান্তিক দুর্ঘটনা দিল্লিতে, মন্দির সংলগ্ন দেওয়াল ধসে মৃত 8

শুক্রবার রাত থেকে হওয়া বৃষ্টিতে শহরের বহু এলাকা জলমগ্ন, আন্ডারপাস প্লাবিত, এবং যানজট ব্যাপক আকার ধারণ করে। আবহাওয়া দফতর শনিবারের জন্য ‘রেড অ্যালার্ট’ জারি করে। সাফদারজং আবহাওয়া কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সেখানে ৭৮.৭ মিমি এবং প্রগতি ময়দানে ১০০ মিমি বৃষ্টি রেকর্ড হয়েছে। প্রশাসন নদীর জলস্তর ও বৃষ্টিপাত নিবিড়ভাবে নজরে রাখছে।

আরও পড়ুন: রাজস্থানে হঠাৎ ভেঙে পড়ল স্কুলের ছাদ, চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু ৬ পড়ুয়ার

আরও পড়ুন: ইউক্যালিপটাস গাছ ভেঙে হাওড়া পুরোনিগমে মৃত ২ কর্মী