৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
মর্মান্তিক! ঘুমের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু শাশুড়ি-জামাইয়ের

কিবরিয়া আনসারি
- আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২৪, সোমবার
- / 122
আইভি আদক, হাওড়া: ঘুমের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল শাশুড়ি-জামাইয়ের। ঘটনায় আহত হয়েছেন মেয়েও। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত চকপাড়া শান্তিনগরের ঘটনায় চাঞ্চল্য। রবিবার রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। ঘটনাস্থলে আসেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রভীন ত্রিপাঠি। অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনের মৃত্যু হলেও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি একজন। আগুন লাগার কারণ জানতে ফরেনসিক পরীক্ষা হবে বলে জানান পুলিশ কমিশনার। পুলিশ সূত্রে জানা গেছে, হাসপাতালে ভর্তি কমলা সানা। মৃতেরা হলেন মধুসুধন সানা এবং শাশুড়ি আঙুর বালা দলুই।