১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মর্মান্তিক! সেপটিক ট্যাঙ্ক থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে মৃত তিন

প্রতীকী ছবি

পুবের কলম, ওয়েবডেস্ক: মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল হরিয়ানার নুহ জেলা। সেপটিক ট্যাঙ্কে পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের ছেলে। পুলিশ সূত্রে খবর, ছেলেকে বাঁচাতে মৃত্যু হয়েছে মোট তিনজনের। ঘটনাটি ঘটে মঙ্গলবার। বুধবার সেই ঘটনা সকলের প্রকাশ্যে আসে।

স্থানীয় সূত্রে খবর, খেলতে খেলতে আচমকাই ২০ ফুট গভীর সেপটিক ট্যাঙ্কে পড়ে যায় আট বছরের ছেলে। ছেলেকে বাঁচাতে গিয়ে সেপটিক পড়ে যান বাবা ও তার এক বন্ধু।

আরও পড়ুন: মাটির দেওয়াল চাপা পড়ে দুই নাবালিকা সহ মৃত তিন

পুলিশ ও গ্রামের মানুষ জানিয়েছে, পাথরের একটি ঢাকনা দেওয়া ছিল সেপটিক ট্যাঙ্কের উপরে। যেটি হঠাৎ করে দেখলে বোঝার উপায় নেই। ওখানে খেলা করছিল আট বছরের কিশোরটি। স্থানীয় মানুষ জানিয়েছে, দিনু নামের গ্রামের বয়স্ক এক বাসিন্দার বাড়ির বাইরেই গভীর  ট্যাঙ্কটি তৈরি করেছেন। দিনুর নাতি আরিজি মঙ্গলবার সকালে সেটির সামনে খেলছিল। হঠাৎ করে সেটির উপরে গিতে দাঁড়িয়ে পড়ে আরিজি। আর পড়ে যায় সে। ২০ ফুট গভীর ট্যাঙ্কের ভিতরে পড়ে যায় সে। ছেলেটির বাবা সিরাজু (৩০) ও জ্যাঠা সালামু (৩৫) ট্যাঙ্ক থেকে ছেলেকে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু তিনজনের সেপটিক ট্যাঙ্ক থেকে আর বের হতে পারেনি। তড়িঘড়ি পরিবারের লোকেরা পুলিশকে খবর দেয়। কিন্তু শেষরক্ষা হয়নি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ট্যাঙ্কের ভিতরে বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তিনজনের। যদিও পুলিশের কাছে  কোনও মামলা দায়ের করেনি পরিবার।

আরও পড়ুন: হরিয়ানায় কন্যাভ্রূণ হত্যা রুখতে টাস্ক ফোর্স গঠন, ৩০০ গর্ভপাত কেন্দ্রের লাইসেন্স বাতিল

 

আরও পড়ুন: ফের রাম রহিমের প্যারোলে মুক্তি, এবার ২১ দিনের ছুটি মঞ্জুর

 

সর্বধিক পাঠিত

অঙ্কিতা ভাণ্ডারি হত্যাকাণ্ড: রাজ্যজুড়ে “উত্তরাখণ্ড বন্ধ”-এর ডাক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মর্মান্তিক! সেপটিক ট্যাঙ্ক থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে মৃত তিন

আপডেট : ২ জুন ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল হরিয়ানার নুহ জেলা। সেপটিক ট্যাঙ্কে পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের ছেলে। পুলিশ সূত্রে খবর, ছেলেকে বাঁচাতে মৃত্যু হয়েছে মোট তিনজনের। ঘটনাটি ঘটে মঙ্গলবার। বুধবার সেই ঘটনা সকলের প্রকাশ্যে আসে।

স্থানীয় সূত্রে খবর, খেলতে খেলতে আচমকাই ২০ ফুট গভীর সেপটিক ট্যাঙ্কে পড়ে যায় আট বছরের ছেলে। ছেলেকে বাঁচাতে গিয়ে সেপটিক পড়ে যান বাবা ও তার এক বন্ধু।

আরও পড়ুন: মাটির দেওয়াল চাপা পড়ে দুই নাবালিকা সহ মৃত তিন

পুলিশ ও গ্রামের মানুষ জানিয়েছে, পাথরের একটি ঢাকনা দেওয়া ছিল সেপটিক ট্যাঙ্কের উপরে। যেটি হঠাৎ করে দেখলে বোঝার উপায় নেই। ওখানে খেলা করছিল আট বছরের কিশোরটি। স্থানীয় মানুষ জানিয়েছে, দিনু নামের গ্রামের বয়স্ক এক বাসিন্দার বাড়ির বাইরেই গভীর  ট্যাঙ্কটি তৈরি করেছেন। দিনুর নাতি আরিজি মঙ্গলবার সকালে সেটির সামনে খেলছিল। হঠাৎ করে সেটির উপরে গিতে দাঁড়িয়ে পড়ে আরিজি। আর পড়ে যায় সে। ২০ ফুট গভীর ট্যাঙ্কের ভিতরে পড়ে যায় সে। ছেলেটির বাবা সিরাজু (৩০) ও জ্যাঠা সালামু (৩৫) ট্যাঙ্ক থেকে ছেলেকে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু তিনজনের সেপটিক ট্যাঙ্ক থেকে আর বের হতে পারেনি। তড়িঘড়ি পরিবারের লোকেরা পুলিশকে খবর দেয়। কিন্তু শেষরক্ষা হয়নি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ট্যাঙ্কের ভিতরে বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তিনজনের। যদিও পুলিশের কাছে  কোনও মামলা দায়ের করেনি পরিবার।

আরও পড়ুন: হরিয়ানায় কন্যাভ্রূণ হত্যা রুখতে টাস্ক ফোর্স গঠন, ৩০০ গর্ভপাত কেন্দ্রের লাইসেন্স বাতিল

 

আরও পড়ুন: ফের রাম রহিমের প্যারোলে মুক্তি, এবার ২১ দিনের ছুটি মঞ্জুর