ভিনরাজ্যে কাজে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু মুর্শিদাবাদের ৫ পরিযায়ী শ্রমিকের

- আপডেট : ১১ অক্টোবর ২০২৫, শনিবার
- / 145
পুবের কলম, ওয়েবডেস্ক: ভিনরাজ্যে কাজে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু হয় মুর্শিদাবাদের চার জন পরিযায়ী শ্রমিকের। আহত হয়ে বেঙ্গালুরুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ত্রিশ বছর বয়সী তাজিবুর শেখ। শনিবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাজিবুরের বলে জানা গিয়েছে।
সবমিলিয়ে এখন পর্যন্ত অগ্নিদগ্ধ মুর্শিদাবাদের পাঁচ পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল। তারা হলেন- তাজিবুর শেখ (৩০), হরিহরপাড়া থানা এলাকার জাহিদ আলি (৩৫) এবং বহরমপুর থানা এলাকার সাফিজুল শেখ (৩৫), মিনারুল শেখ (৩৬) ও জিয়াবুর শেখ (৩৫)।
জানা গিয়েছে, গত সোমবার গভীর রাতে কর্নাটকের রামনগর জেলার বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ের উপরে বিডাডি এলাকায় একটা বড় ঘরে সাত জন শ্রমিক ঘুমিয়েছিলেন। রাতের রান্না শেষ করে গ্যাস সিলিন্ডারের নব বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। তা থেকেই কোনও ভাবে গ্যাস বের হয়। রাত ২টো নাগাদ ওই সাত জনের মধ্যে একজন বাথরুমে গিয়েছিলেন। জ্বলন্ত বিড়ি মুখে নিয়ে ঘরে ঢুকতেই গোটা ঘরে দাউদাউ করে আগুন ধরে যায় বলে খবর। সেই আগুন থেকেই বিপত্তি ঘটে। সিলিন্ডারের আগুনে পুড়ে দগ্ধ হন মুর্শিদাবাদের সাত জন পরিযায়ী শ্রমিক। তাঁদের সেই রাতেই স্থানীয় ভিক্টোরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করানো করা হয়। সেখানেই চার দিন ধরে চিকিৎসাধীন থাকার পরে পাঁচ জনের মৃত্যু হয়।