দূষণ রোধে অবৈধ অটো নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ পরিবহন দফতরের, শুরু হবে সমীক্ষা
- আপডেট : ২২ জানুয়ারী ২০২৩, রবিবার
- / 14
পুবের কলম প্রতিবেদক: দূষণ রোধে এবার অবৈধ অটো নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য পরিবহন দফতর।কলকাতা সহ রাজ্য জুড়েই এই পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছেন রাজ্যের পরিবহন দফতরের মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী।
ক্রমাগত বেড়ে চলা দূষণই এখন রাজ্য পরিবহন দফতেরর মাথাব্যাথার অন্যতম কারণ। সেই জন্যই অবৈধ অটো নিয়ন্ত্রণে সমীক্ষা শুরু করতে চলেছে রাজ্য পরিবহন দফতর।
অবৈধ অটো বাতিল করে চালানো হবে দূষণ মুক্ত অটো। পরিবহন দফতর সূত্রে জানা যাচ্ছে পরিবেশবান্ধব যানবাহন রাজ্যজুড়ে চালাতে অঙ্গীকার বন্ধ রাজ্যসরকার। কিন্তু একেবারে সমস্ত যানবাহনকে নিয়ে এই পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।প্রাথমিক ভাবে তাই অটোগুলিকে নিয়েই শুরু করা হচ্ছে সমীক্ষা। কতো এই ধরনের অটো রয়েছে তার প্রকৃত সংখ্যা জানতে আরটিও দের ইতিমধ্যেই দেওয়া হয়েছে চিঠি।
বায়ুদূষণের জেরে রাজধানী দিল্লির মত অবস্থা যেন কলকাতার না হয়। বাষুদূষণের অন্যতম কারণ হচ্ছে এই বেআইনি অটো। শহরের বুকে একাধিক অটো স্ট্যান্ডে চলছে এই বেআইনি অটো। আপাতত এই প্রবনতা রুখতেই শুরু হতে চলেছে এই অটো সমীক্ষার কাজ। সমীক্ষা শেষ হলে সমস্ত বেআইনি অটোর বিরুদ্ধেই নেওয়া হবে ব্যবস্থা এমনটাই জানিয়েছে পরিবহন দফতর। ( ১৭২)