বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচী জয়নগরে
- আপডেট : ৫ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার
- / 315
কুতুব উদ্দিন মোল্লা : বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি শুরু হল।দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার অন্তর্গত ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের ২৭ টি বুথেতে দেয়া হল ৩১১১ টি গাছের চারা। পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য আজ হুমকির মুখে।
বনভূমি ধ্বংস দূষণ ও জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশ ক্রমশ বিপর্যস্ত হয়ে উঠছে। এর মধ্যেই সবুজ সমাজ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই স্বপ্ন বাস্তবায়িত করতে। ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনের উদ্যোগে। জয়নগর ১ নম্বর ব্লকের প্রতিটি অঞ্চলে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে গাছ লাগানোর কর্মসূচি শুরু হল শুক্রবার ।ধোসা, তিলপি, চন্দনেশ্বর, গোবিন্দপুর, সহ একাধিক গ্রামে রাস্তার ধারে করা হলো বৃক্ষরোপণ।
গাছ পেয়ে উচ্ছ্বসিত গ্রামবাসীরা নিজেরাই যত্ন সহকারে সেই গাছগুলি রোপণ করেন। জেলা পরিষদের সদস্য শ্রী তপন কুমার মন্ডল জানিয়েছেন,ধীরে ধীরে সবুজ সমাজ গড়ার পথে এগিয়ে যাব আমরা। তাদের বার্তা স্পষ্ট “একটি গাছ মানে একটি জীবন, একটি সবুজ মানেই আগামী প্রজন্মের সুস্থ ভবিষ্যৎ। বিশ্ব উষ্ণায়ণের ফলে ঋতু পরিবর্তন হচ্ছে, উষ্ণতম হয়ে উঠছে পৃথিবী। হারিয়ে যাচ্ছে সবুজ পৃথিবী।
যাতে আগামী প্রজন্ম ধরণীর বুকে সুরক্ষিত থাকে, সবুজ পৃথিবী গড়ে ওঠে তারজন্য আমরা আপাতত ধোসা চন্দনেশ্বর এলাকায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি নিয়েছি। আগামী কয়েকদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে। এদিন উপস্থিত ছিলেন জয়নগর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য, ভবেশ রঞ্জন চক্রবর্তী, ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা সরদার, বুথ সভাপতি সৌমেন সরদার, অঞ্চলের যুব সভাপতি সুব্রত মন্ডল সহ তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতৃত্বরা।



















































