২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শঙ্খ ঘোষের নামে মঞ্চ কলকাতা বইমেলায়, উদ্বোধন করলেন প্রখ্যাত কবি কামাল চৌধুরী

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩ মার্চ ২০২২, বৃহস্পতিবার
  • / 67

 

পুবের কলম ওয়েবডেস্কঃ জমে উঠেছে কলকাতা বইমেলা। গত ২৮ ফেব্রুয়ারি ৪৫ তম আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: শুরু হল আন্তর্জাতিক কলকাতা বইমেলা, তার বিশেষ কিছু মূহুর্ত লেন্সবন্দী পুবের কলম ডিজিটালের ক্যামেরায়

প্রয়াত কবি শঙ্খ ঘোষের নামে মঞ্চ হল কলকাতা বইমেলায়। লিটল ম্যাগাজিন মণ্ডপের পাশে। শঙ্খ ঘোষ মঞ্চের উদ্বোধন করেন বাংলাদেশের প্রখ্যাত কবি ও মুজিব শতবর্ষ পূর্তি উদযাপন সমিতির সমন্বয়ক কবি কামাল চৌধুরী।

উপস্থিত ছিলেন মুম্বাইয়ের নাট্য ব্যক্তিত্ব শিবাজী সেনগুপ্ত, গিল্ডের সম্পাদক ও লেখক ত্রিদিব চট্টোপাধ্যায়, গুরুচণ্ডালী-র কর্ণধার ও লেখক সৈকত বন্দ্যোপাধ্যায়, কবিকন্যা ও লেখিকা সেমন্তী ঘোষ, কবি অধ্যাপক অভীক মজুমদার, কবি প্রসূন ভৌমিক, প্রকাশক ও লেখিকা রূপা মজুমদার, রাজ্যের মন্ত্রী ও লেখক ড. হুমায়ুন কবীর, কবি কামাল চৌধুরী, গিল্ডের সভাপতি প্রকাশক সুধাংশু শেখর দে, ঔপন্যাসিক সাংবাদিক প্রচেত গুপ্ত, প্রকাশক তাপসদা, কবি তারিক সুজাত, প্রকাশক অপু দে।

সঞ্চালনা করেন ড. ইমানুল হক। গান‌ শোনান সহজ মানুষ তীর্থ, ড. আকিকুল ইসলাম, জয়শঙ্কর, প্রাণেশ সোম। পরে লৌকিক নয় অলৌকিক অনুষ্ঠান করেন বিজ্ঞান মঞ্চের তাপস রায়। ছিলেন অধ্যাপক তৌহিদ হোসেন। উপস্থিত ছিলেন আবৃত্তিকার অধ্যাপক মধুছন্দা তরফদার । ছিলেন বাচিকশিল্পী কাজল সুর।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শঙ্খ ঘোষের নামে মঞ্চ কলকাতা বইমেলায়, উদ্বোধন করলেন প্রখ্যাত কবি কামাল চৌধুরী

আপডেট : ৩ মার্চ ২০২২, বৃহস্পতিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ জমে উঠেছে কলকাতা বইমেলা। গত ২৮ ফেব্রুয়ারি ৪৫ তম আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: শুরু হল আন্তর্জাতিক কলকাতা বইমেলা, তার বিশেষ কিছু মূহুর্ত লেন্সবন্দী পুবের কলম ডিজিটালের ক্যামেরায়

প্রয়াত কবি শঙ্খ ঘোষের নামে মঞ্চ হল কলকাতা বইমেলায়। লিটল ম্যাগাজিন মণ্ডপের পাশে। শঙ্খ ঘোষ মঞ্চের উদ্বোধন করেন বাংলাদেশের প্রখ্যাত কবি ও মুজিব শতবর্ষ পূর্তি উদযাপন সমিতির সমন্বয়ক কবি কামাল চৌধুরী।

উপস্থিত ছিলেন মুম্বাইয়ের নাট্য ব্যক্তিত্ব শিবাজী সেনগুপ্ত, গিল্ডের সম্পাদক ও লেখক ত্রিদিব চট্টোপাধ্যায়, গুরুচণ্ডালী-র কর্ণধার ও লেখক সৈকত বন্দ্যোপাধ্যায়, কবিকন্যা ও লেখিকা সেমন্তী ঘোষ, কবি অধ্যাপক অভীক মজুমদার, কবি প্রসূন ভৌমিক, প্রকাশক ও লেখিকা রূপা মজুমদার, রাজ্যের মন্ত্রী ও লেখক ড. হুমায়ুন কবীর, কবি কামাল চৌধুরী, গিল্ডের সভাপতি প্রকাশক সুধাংশু শেখর দে, ঔপন্যাসিক সাংবাদিক প্রচেত গুপ্ত, প্রকাশক তাপসদা, কবি তারিক সুজাত, প্রকাশক অপু দে।

সঞ্চালনা করেন ড. ইমানুল হক। গান‌ শোনান সহজ মানুষ তীর্থ, ড. আকিকুল ইসলাম, জয়শঙ্কর, প্রাণেশ সোম। পরে লৌকিক নয় অলৌকিক অনুষ্ঠান করেন বিজ্ঞান মঞ্চের তাপস রায়। ছিলেন অধ্যাপক তৌহিদ হোসেন। উপস্থিত ছিলেন আবৃত্তিকার অধ্যাপক মধুছন্দা তরফদার । ছিলেন বাচিকশিল্পী কাজল সুর।