০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

খড়দহে অস্ত্র কাণ্ডে তৃণমূল কর্মী বিট্টু পণ্ডিত গ্রেফতার

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ৬ অগাস্ট ২০২৫, বুধবার
  • / 31

 পুবের কলম ওয়েবডেস্ক: উত্তর ২৪ পরগনার খড়দহে রিজেন্ট পার্কের একটি অ্যাপার্টমেন্ট থেকে বিপুল পরিমাণ বেআইনি অস্ত্র উদ্ধারের ঘটনায় ফের চাঞ্চল্য। এই ঘটনায় পুরনো অস্ত্র মামলার সূত্র ধরে টিটাগড় থেকে তৃণমূল কর্মী আদিত্য ওরফে বিট্টু পণ্ডিতকে গ্রেফতার করল খড়দহ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, আগেই বিট্টুর নামে বেআইনি অস্ত্র রাখার অভিযোগ ছিল। সেই মামলাতেই এবার গোপন অভিযানে তাকে ধরা হয়।

 

খড়দহের মধুসূদন মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে অস্ত্র ভাণ্ডার উদ্ধারের পর তদন্তে বিট্টুর নাম উঠে আসে। যদিও পুলিশ জানিয়েছে, মধুসূদনের সঙ্গে বিট্টুর সরাসরি যোগসূত্রের প্রমাণ এখনো মেলেনি। তবে গোটা ঘটনার সঙ্গে বিট্টুর পুরনো অস্ত্র মামলার কোনও যোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

এরই মধ্যে বারাকপুরের একাধিক জায়গায় রাতভর তল্লাশি চালাচ্ছে গোয়েন্দা বিভাগ। পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে, বিট্টু টিটাগড় পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিকাশ সিংয়ের ঘনিষ্ঠ বলেও দাবি উঠেছে। যদিও কাউন্সিলরের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

এর আগেও বিট্টুকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু সে বার জামিনে মুক্তি পায়। এবার ফের প্রশ্ন উঠছে, তিনি আবারও কি কোনও বেআইনি অস্ত্র কারবারে জড়িয়ে পড়েছেন? পুলিশ সেই দিকেও নজর রেখে তদন্ত চালাচ্ছে। এই ঘটনার জেরে ফের তৃণমূলের একাংশের ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

খড়দহে অস্ত্র কাণ্ডে তৃণমূল কর্মী বিট্টু পণ্ডিত গ্রেফতার

আপডেট : ৬ অগাস্ট ২০২৫, বুধবার

 পুবের কলম ওয়েবডেস্ক: উত্তর ২৪ পরগনার খড়দহে রিজেন্ট পার্কের একটি অ্যাপার্টমেন্ট থেকে বিপুল পরিমাণ বেআইনি অস্ত্র উদ্ধারের ঘটনায় ফের চাঞ্চল্য। এই ঘটনায় পুরনো অস্ত্র মামলার সূত্র ধরে টিটাগড় থেকে তৃণমূল কর্মী আদিত্য ওরফে বিট্টু পণ্ডিতকে গ্রেফতার করল খড়দহ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, আগেই বিট্টুর নামে বেআইনি অস্ত্র রাখার অভিযোগ ছিল। সেই মামলাতেই এবার গোপন অভিযানে তাকে ধরা হয়।

 

খড়দহের মধুসূদন মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে অস্ত্র ভাণ্ডার উদ্ধারের পর তদন্তে বিট্টুর নাম উঠে আসে। যদিও পুলিশ জানিয়েছে, মধুসূদনের সঙ্গে বিট্টুর সরাসরি যোগসূত্রের প্রমাণ এখনো মেলেনি। তবে গোটা ঘটনার সঙ্গে বিট্টুর পুরনো অস্ত্র মামলার কোনও যোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

এরই মধ্যে বারাকপুরের একাধিক জায়গায় রাতভর তল্লাশি চালাচ্ছে গোয়েন্দা বিভাগ। পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে, বিট্টু টিটাগড় পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিকাশ সিংয়ের ঘনিষ্ঠ বলেও দাবি উঠেছে। যদিও কাউন্সিলরের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

এর আগেও বিট্টুকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু সে বার জামিনে মুক্তি পায়। এবার ফের প্রশ্ন উঠছে, তিনি আবারও কি কোনও বেআইনি অস্ত্র কারবারে জড়িয়ে পড়েছেন? পুলিশ সেই দিকেও নজর রেখে তদন্ত চালাচ্ছে। এই ঘটনার জেরে ফের তৃণমূলের একাংশের ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।