পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় হয়রানির অভিযোগ তুলে শীর্ষ আদালতে মামলা করল তৃণমূল। সোমবারই সাগর দ্বীপ থেকে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল নেত্রীর বার্তার পরই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ। মঙ্গলবার শীর্ষ আদালতে মামলা দায়ের করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। আদালতে তাঁর আবেদন, বাংলায় এসআইআরের সময়সীমা বাড়ানো হোক। এই প্রক্রিয়ায় কমিশনের একাধিক ভুল রয়েছে বলেও সুপ্রিম কোর্টে দাবি করেছেন ডেরেক।
সূত্রের খবর, ১০১ পাতার পিটিশন দাখিল করা হয়েছে আদালতে। সেই আবেদনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, মুখ্য নির্বাচন কমিশনের কার্যালয় থেকে এই প্রক্রিয়ায় যুক্ত আধিকারিকদের হোয়াটসঅ্যাপে দেওয়া নির্দেশও। ডেরেকের দায়ের করা মামলায়, এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের সময়সীমা বাড়ানোর পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে।
পিটিশনে বলা হয়েছে, এই প্রক্রিয়ায় পদ্ধতিগত একাধিক নিয়ম লঙ্ঘন করা হয়েছে। নির্বাচন কমিশন বুথ লেভেল অফিসার ও অন্যান্য অফিসারদের হোয়াটসঅ্যাপের মতো ‘অনানুষ্ঠানিক চ্যানেলে’র মাধ্যমে নির্দেশ দিয়েছে। যার ফলে নাগরিকদের মৌলিক গণতান্ত্রিক অধিকারের উপর আঘাত আনা হয়েছে। প্রসঙ্গত, সোমবারই এসআইআর-এর হিয়ারিংয়ের নামে মানুষের হেনস্থা নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করেন, খসড়া তালিকা থেকেই ৫৪ লক্ষ জনের নাম বাদ গিয়েছে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI-এর মাধ্যমে ঠিক করা হচ্ছে, কার নাম বাদ যাবে। এ বার তা নিয়ে আদালতে তৃণমূল।





























