০৮ অগাস্ট ২০২৫, শুক্রবার, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভগবানগোলায় অধীরের পালটা যোগদানসভা তৃণমূলের

ইমামা খাতুন
  • আপডেট : ২০ মার্চ ২০২৩, সোমবার
  • / 44

পুবের কলম প্রতিবেদক: প্রদেশ কংগ্রেস নেতা অধীর চৌধুরি কংগ্রেসে যোগদানসভা করেন সম্প্রতি। তার পালটা হিসাবে রবিবার মুর্শিদাবাদের ভগবানগোলা-১ নম্বর ব্লকের কুঠিরামপুর অঞ্চলের গোবরাতে যোগদানসভা করে তৃণমূল কংগ্রেস।  সেই সভায় আড়াইশোর বেশি কংগ্রেস, সিপিএম , বিজেপি নেতা-কর্মী তৃণমূলের পতাকা তুলে নেন। তাদের দলীয় পতাকা দেন বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভানেত্রী শাওনী সিংহ রায় এবং ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলী।

এ নিয়ে শাওনী সিংহ রায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কাণ্ডারি, তাই সারা বাংলায় তিনি উন্নয়ন করে চলেছেন। তিনি আরও বলেন, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস খুব ভালো ফলাফল করবে, বিরোধীরা একটাও আসন পাবে না। একটা সাগরদীঘি গোটা পশ্চিমবঙ্গ নয়, অধীর চৌধুরী নাটক করছে।

আরও পড়ুন: ৮ এপ্রিল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক, নজরে হুইপ অমান্যকারী বিধায়করা

অন্যদিকে বিধায়ক ইদ্রিস আলী বলেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস-সহ বিরোধীরা একটা আসনও পাবে না। তারা শুধু শুধু মানুষকে ভাঁওতা দিচ্ছে, ওইসব ভাঁওতাবাজিদের গঙ্গা-পদ্মায় ফেলে দিন যেন কোনোদিন ডাঙায় আসতে না পারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভগবানগোলা-১ ব্লকের সভাপতি আহসানুর রহমান, সহ-সভাপতি রিয়াত হোসেন সরকার, সোহরাব আলী, সহ-সভাপতি নাজমুল হক, জেলা পরিষদের সদস্যা রাফিনা ইয়াসমিন, আসরাফ বাসার বাপি, মোস্তফা সেখ, আবু সাইম রিপন, সাবিরুল ইসলাম, আধুস সামাদ, ইবাদুল সেখ, আকসার আলী, মাসাদুল ইসলাম, সুনীল বাহালিয়া, কিসমত কোকিল, আবুল খায়ের প্রমুখ। এছাড়াও হাবাসপুর অঞ্চলের একটি সেতু এবং বাহাদুরপুর বাসস্ট্যান্ডে একটি প্রতিক্ষালয়-এর উদ্বোধন করা হয়।

আরও পড়ুন: অভিষেকের বৈঠকে বিশেষ নজর ‘ভূতুড়ে’ ভোটার তালিকায়

আরও পড়ুন: ‘দোস্ত ট্রাম্পের সঙ্গে মুলাকাত করতে উন্মুখ রয়েছি’ মন্তব্য মোদির

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভগবানগোলায় অধীরের পালটা যোগদানসভা তৃণমূলের

আপডেট : ২০ মার্চ ২০২৩, সোমবার

পুবের কলম প্রতিবেদক: প্রদেশ কংগ্রেস নেতা অধীর চৌধুরি কংগ্রেসে যোগদানসভা করেন সম্প্রতি। তার পালটা হিসাবে রবিবার মুর্শিদাবাদের ভগবানগোলা-১ নম্বর ব্লকের কুঠিরামপুর অঞ্চলের গোবরাতে যোগদানসভা করে তৃণমূল কংগ্রেস।  সেই সভায় আড়াইশোর বেশি কংগ্রেস, সিপিএম , বিজেপি নেতা-কর্মী তৃণমূলের পতাকা তুলে নেন। তাদের দলীয় পতাকা দেন বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভানেত্রী শাওনী সিংহ রায় এবং ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলী।

এ নিয়ে শাওনী সিংহ রায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কাণ্ডারি, তাই সারা বাংলায় তিনি উন্নয়ন করে চলেছেন। তিনি আরও বলেন, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস খুব ভালো ফলাফল করবে, বিরোধীরা একটাও আসন পাবে না। একটা সাগরদীঘি গোটা পশ্চিমবঙ্গ নয়, অধীর চৌধুরী নাটক করছে।

আরও পড়ুন: ৮ এপ্রিল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক, নজরে হুইপ অমান্যকারী বিধায়করা

অন্যদিকে বিধায়ক ইদ্রিস আলী বলেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস-সহ বিরোধীরা একটা আসনও পাবে না। তারা শুধু শুধু মানুষকে ভাঁওতা দিচ্ছে, ওইসব ভাঁওতাবাজিদের গঙ্গা-পদ্মায় ফেলে দিন যেন কোনোদিন ডাঙায় আসতে না পারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভগবানগোলা-১ ব্লকের সভাপতি আহসানুর রহমান, সহ-সভাপতি রিয়াত হোসেন সরকার, সোহরাব আলী, সহ-সভাপতি নাজমুল হক, জেলা পরিষদের সদস্যা রাফিনা ইয়াসমিন, আসরাফ বাসার বাপি, মোস্তফা সেখ, আবু সাইম রিপন, সাবিরুল ইসলাম, আধুস সামাদ, ইবাদুল সেখ, আকসার আলী, মাসাদুল ইসলাম, সুনীল বাহালিয়া, কিসমত কোকিল, আবুল খায়ের প্রমুখ। এছাড়াও হাবাসপুর অঞ্চলের একটি সেতু এবং বাহাদুরপুর বাসস্ট্যান্ডে একটি প্রতিক্ষালয়-এর উদ্বোধন করা হয়।

আরও পড়ুন: অভিষেকের বৈঠকে বিশেষ নজর ‘ভূতুড়ে’ ভোটার তালিকায়

আরও পড়ুন: ‘দোস্ত ট্রাম্পের সঙ্গে মুলাকাত করতে উন্মুখ রয়েছি’ মন্তব্য মোদির