২১ নভেম্বর ২০২৫, শুক্রবার, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

ইমামা খাতুন
  • আপডেট : ২০ জুলাই ২০২২, বুধবার
  • / 113

পুবের কলম ওয়েবডেস্কঃ দেশে করোনা ঊর্ধ্বমুখী। তারই মধ্যে এবার করোনা আক্রান্ত হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বুধবার নিজেই টুইটারে মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন তিনি। আপাতত  নিজের বাড়িতেই  নিভৃতাবাসে রয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তিনি পুরোপুরি ফিট ও সুস্থ রয়েছে বলেও জানান।কোভিড পজিটিভ হলেও কোনও উপসর্গ প্রকাশ পায়নি বলেও জানান তিনি।তারই সঙ্গে গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে যত জন এসেছিলেন, তাদের সকলকেই তিনি সতর্ক হতে বলেছেন।

 

আরও পড়ুন: SIR শুরু হওয়ার পর ২৮ জনের মৃত্যু! নির্বাচন কমিশনের ‘অপরিকল্পিত’ সিদ্ধান্তকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা

তাঁর করোনা আক্রান্ত হওয়ার কথা শুনে  ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং তার ক্যাবিনেট সহকর্মীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা  করেছেন।

আরও পড়ুন: বাংলাদেশের একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ, ত্রিপুরায় এনআইএ অভিযান

 

আরও পড়ুন: SIR নিয়ে মুখ্যমন্ত্রীর আপত্তির পরই সুপ্রিম কোর্টে মামলা তৃণমূলের

উল্লেখ্য, মানিক সাহা ত্রিপুরার বর্তমান এবং ১১ তম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।এবং তিনি ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ইস্তফার পর উঠেছিল বিজেপির সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতভাবে মানিক সাহাকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োজিত করেন শীর্ষ আধিকারিকরা।

 

প্রসঙ্গত, দেশে করোনার বাড়বাড়ন্তের জন্য ইতিমধ্যেই ত্রিপুরায় মাস্ক বাধ্যতামূলক বলে ঘোষণা করেছিলেন ত্রিপুরা প্রশাসন।এদিন নতুন করে ৪৭৭ জনের কোভিড পজিটিভ কেস ধরা পড়েছে।

 

ত্রিপুরা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এক এক সপ্তাহে কোভিড আক্রান্তের সংখ্যা ১০০ ওপর ছাড়িয়েছে। কোভিড বিধি মেনে চলার বিষয়ে কড়া নজরদারি রাখার কথাও জানান তারা।

 

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করোনায় আক্রান্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

আপডেট : ২০ জুলাই ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ দেশে করোনা ঊর্ধ্বমুখী। তারই মধ্যে এবার করোনা আক্রান্ত হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বুধবার নিজেই টুইটারে মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন তিনি। আপাতত  নিজের বাড়িতেই  নিভৃতাবাসে রয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তিনি পুরোপুরি ফিট ও সুস্থ রয়েছে বলেও জানান।কোভিড পজিটিভ হলেও কোনও উপসর্গ প্রকাশ পায়নি বলেও জানান তিনি।তারই সঙ্গে গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে যত জন এসেছিলেন, তাদের সকলকেই তিনি সতর্ক হতে বলেছেন।

 

আরও পড়ুন: SIR শুরু হওয়ার পর ২৮ জনের মৃত্যু! নির্বাচন কমিশনের ‘অপরিকল্পিত’ সিদ্ধান্তকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা

তাঁর করোনা আক্রান্ত হওয়ার কথা শুনে  ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং তার ক্যাবিনেট সহকর্মীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা  করেছেন।

আরও পড়ুন: বাংলাদেশের একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ, ত্রিপুরায় এনআইএ অভিযান

 

আরও পড়ুন: SIR নিয়ে মুখ্যমন্ত্রীর আপত্তির পরই সুপ্রিম কোর্টে মামলা তৃণমূলের

উল্লেখ্য, মানিক সাহা ত্রিপুরার বর্তমান এবং ১১ তম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।এবং তিনি ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ইস্তফার পর উঠেছিল বিজেপির সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতভাবে মানিক সাহাকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োজিত করেন শীর্ষ আধিকারিকরা।

 

প্রসঙ্গত, দেশে করোনার বাড়বাড়ন্তের জন্য ইতিমধ্যেই ত্রিপুরায় মাস্ক বাধ্যতামূলক বলে ঘোষণা করেছিলেন ত্রিপুরা প্রশাসন।এদিন নতুন করে ৪৭৭ জনের কোভিড পজিটিভ কেস ধরা পড়েছে।

 

ত্রিপুরা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এক এক সপ্তাহে কোভিড আক্রান্তের সংখ্যা ১০০ ওপর ছাড়িয়েছে। কোভিড বিধি মেনে চলার বিষয়ে কড়া নজরদারি রাখার কথাও জানান তারা।