০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে লিটন-লাহিরুর মধ্যে ঝামেলা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৪ অক্টোবর ২০২১, রবিবার
  • / 46

পুবের কলম ওয়েবডেস্ক:  রবিবার টি-২০ বিশ্বকাপে ’সুপার-১২’ -এ– বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বাংলাদেশের লিটন দাসের সঙ্গে  বাক-বিতন্ডায জড়িয়ে পড়েন  শ্রীলঙ্কার লাহিরু কুমারা। প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশের ওপেনার লিটন দাস– লাহিরুর বলে একটা শট নেওয়ার পরে তা ফিরে আসে লঙ্কান বোলারটির কাছেই । সঙ্গে সঙ্গে সেই বল ছুঁড়ে দিয়েছিলেন তিনি।  এটা ভালোভাবে নেননি বাংলাদেশের ব্যাটসম্যান। 

ষষ্ঠ ওভারের পঞ্চম বল লাহিরুর বলেই ক্যাচ দিয়ে আউট হন লিটন। মিড-অফে তাঁর ক্যাচ ধরেন শনাকা। তারপরেই দেখা   যায় লিটন আর লাহিরুর মধ্যে  প্রবল বাক বিতন্ডা হচ্ছে। বাংলাদেশের অন্য ওপেনার মুহাম্মদ নইম এসে সেই ঝামেলা থামানোর চেষ্টা করেন। এগিয়ে আসেন আম্পয়াররাও। লিটন ও লাহিরুকে ধাক্কাধাক্কিও করতে দেখা  যায়। ম্যাচ রেফারিকেও পুরো ঘটনার কথা জানানো  হয়েছে। এখন দেখার  ম্যাচের পরে এই বিষয়ে ম্যাচ রেফারি কি সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রসঙ্গত– ম্যাচে ১৬ বলে ১৬ রান করেন লিটন।

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে বাংলাদেশের মেয়েদের বিদায়

আরও পড়ুন: ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে চিনের ২০টি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে লিটন-লাহিরুর মধ্যে ঝামেলা

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক:  রবিবার টি-২০ বিশ্বকাপে ’সুপার-১২’ -এ– বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বাংলাদেশের লিটন দাসের সঙ্গে  বাক-বিতন্ডায জড়িয়ে পড়েন  শ্রীলঙ্কার লাহিরু কুমারা। প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশের ওপেনার লিটন দাস– লাহিরুর বলে একটা শট নেওয়ার পরে তা ফিরে আসে লঙ্কান বোলারটির কাছেই । সঙ্গে সঙ্গে সেই বল ছুঁড়ে দিয়েছিলেন তিনি।  এটা ভালোভাবে নেননি বাংলাদেশের ব্যাটসম্যান। 

ষষ্ঠ ওভারের পঞ্চম বল লাহিরুর বলেই ক্যাচ দিয়ে আউট হন লিটন। মিড-অফে তাঁর ক্যাচ ধরেন শনাকা। তারপরেই দেখা   যায় লিটন আর লাহিরুর মধ্যে  প্রবল বাক বিতন্ডা হচ্ছে। বাংলাদেশের অন্য ওপেনার মুহাম্মদ নইম এসে সেই ঝামেলা থামানোর চেষ্টা করেন। এগিয়ে আসেন আম্পয়াররাও। লিটন ও লাহিরুকে ধাক্কাধাক্কিও করতে দেখা  যায়। ম্যাচ রেফারিকেও পুরো ঘটনার কথা জানানো  হয়েছে। এখন দেখার  ম্যাচের পরে এই বিষয়ে ম্যাচ রেফারি কি সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রসঙ্গত– ম্যাচে ১৬ বলে ১৬ রান করেন লিটন।

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে বাংলাদেশের মেয়েদের বিদায়

আরও পড়ুন: ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে চিনের ২০টি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ