২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

হিট এন্ড রান নিয়ে কেন্দ্রীয় সরকারের নতুন আইনের বিরুদ্ধে বিক্ষোভ গাড়ি চালকদের

শফিকুল ইসলাম
  • আপডেট : ২ জানুয়ারী ২০২৪, মঙ্গলবার
  • / 9

পুবের কলম ওয়েব ডেস্ক: বেশ কয়েকটি রাজ্যের জ্বালানী পাম্পে গত কয়েকদিন ধরে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। না, দাম বাড়ার আগে ট্যাঙ্কগুলি পূরণ করার জন্য এটি কোনও তাড়া নয়৷ শীঘ্রই কার্যকর হওয়া ফৌজদারি কোডের বিরুদ্ধে ট্রাকচালকদের প্রতিবাদ সরবরাহে আঘাত হানবে এমন আশঙ্কার মধ্যে এটি আতঙ্কের কেনাকাটা। যদি প্রতিবাদ চলতেই থাকে, তবে তা অন্যান্য প্রয়োজনীয় সরবরাহের সরবরাহকেও আঘাত করতে পারে।

কেন ট্রাকাররা প্রতিবাদ করছে?

বিহার, পাঞ্জাব, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং ছত্তিশগড় সহ বেশ কয়েকটি রাজ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।হিট এন্ড রানের ক্ষেত্রে গাড়ির ধাক্কায় মৃত্যু হলে ৭ থেকে ১০ বছরের সাজা হবে। নতুন এই আইন নিয়ে এবার সরব হলেন ক্যাব, বাস এবং লরির চালকরা। এরই প্রতিবাদে দেশ জুড়ে  চাক্কা জ্যামের ডাক দেন লরি ও প্রাইভেট বাসের চালকরা।

ধরের কাছে পিথামপুর হাইওয়েতে এই নিয়ে চাক্কা জ্যাম করেন ড্রাইভাররা। চাক্কা জ্যামে যোগ দেওয়া এক ড্রাইভারের দাবি, অনেক ক্যাব চালক আছেন যারা রাতের বেলায় হলেও অন্তত বাড়ি ফেরেন। কিন্তু অনেক লরি ড্রাইভার রয়েছেন যারা ১৫ দিন বা তার পরেও বাড়ি ফেরেন। নতুন যে আইনে ১০ বছরের সাজা করা হয়েছে তা কমিয়ে ১ থেকে ২ বছরের করা উচিত বলে মনে করেন ড্রাইভারটি।

এই বিক্ষোভের কারণে ছত্তিশগড়ে প্রায় ১ হাজার বাস চলাচলের ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয়।

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হিট এন্ড রান নিয়ে কেন্দ্রীয় সরকারের নতুন আইনের বিরুদ্ধে বিক্ষোভ গাড়ি চালকদের

আপডেট : ২ জানুয়ারী ২০২৪, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্ক: বেশ কয়েকটি রাজ্যের জ্বালানী পাম্পে গত কয়েকদিন ধরে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। না, দাম বাড়ার আগে ট্যাঙ্কগুলি পূরণ করার জন্য এটি কোনও তাড়া নয়৷ শীঘ্রই কার্যকর হওয়া ফৌজদারি কোডের বিরুদ্ধে ট্রাকচালকদের প্রতিবাদ সরবরাহে আঘাত হানবে এমন আশঙ্কার মধ্যে এটি আতঙ্কের কেনাকাটা। যদি প্রতিবাদ চলতেই থাকে, তবে তা অন্যান্য প্রয়োজনীয় সরবরাহের সরবরাহকেও আঘাত করতে পারে।

কেন ট্রাকাররা প্রতিবাদ করছে?

বিহার, পাঞ্জাব, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং ছত্তিশগড় সহ বেশ কয়েকটি রাজ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।হিট এন্ড রানের ক্ষেত্রে গাড়ির ধাক্কায় মৃত্যু হলে ৭ থেকে ১০ বছরের সাজা হবে। নতুন এই আইন নিয়ে এবার সরব হলেন ক্যাব, বাস এবং লরির চালকরা। এরই প্রতিবাদে দেশ জুড়ে  চাক্কা জ্যামের ডাক দেন লরি ও প্রাইভেট বাসের চালকরা।

ধরের কাছে পিথামপুর হাইওয়েতে এই নিয়ে চাক্কা জ্যাম করেন ড্রাইভাররা। চাক্কা জ্যামে যোগ দেওয়া এক ড্রাইভারের দাবি, অনেক ক্যাব চালক আছেন যারা রাতের বেলায় হলেও অন্তত বাড়ি ফেরেন। কিন্তু অনেক লরি ড্রাইভার রয়েছেন যারা ১৫ দিন বা তার পরেও বাড়ি ফেরেন। নতুন যে আইনে ১০ বছরের সাজা করা হয়েছে তা কমিয়ে ১ থেকে ২ বছরের করা উচিত বলে মনে করেন ড্রাইভারটি।

এই বিক্ষোভের কারণে ছত্তিশগড়ে প্রায় ১ হাজার বাস চলাচলের ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয়।