পুবের কলম ওয়েবডেস্ক: সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গকে কটাক্ষ করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “সে এক ঝামেলাবাজ, এখন ওর ডাক্তার দেখানো দরকার।” সম্প্রতি গাজাগামী ত্রাণবহরে যোগ দিয়ে ইসরায়েলি নৌবাহিনীর হাতে আটক হন থুনবার্গসহ শতাধিক কর্মী। পরে তাকে গ্রিস হয়ে স্লোভাকিয়ায় পাঠানো হয়।
ট্রাম্প মন্তব্য করেন, “ও এখন আর পরিবেশ নিয়ে নয়, অন্য ইস্যুতে ঢুকে পড়েছে; ওর রাগ নিয়ন্ত্রণের সমস্যা আছে।” এর আগে ২০১৯ সালেও থুনবার্গকে নিয়ে এমন মন্তব্য করেছিলেন ট্রাম্প। মুক্তি পাওয়ার পর থুনবার্গ অভিযোগ করেন, ইসরায়েলি কারাগারে তাকে মারধর ও জোর করে পতাকায় চুমু খাওয়ানো হয়েছে। তিনি বলেন, “আমাদের চোখের সামনে গণহত্যা চলছে—এটা কেউ অস্বীকার করতে পারবে না।”






























