ট্রাম্পের ১৫০০ কোটি ডলারের মানহানির মামলা ‘নিউ ইয়র্ক টাইমস’-এর বিরুদ্ধে
- আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার
- / 391
পুবের কলম ওয়েবডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সংবাদমাধ্যমকে নিশানা করলেন। এবার তাঁর অভিযোগের তীর আমেরিকার শীর্ষ দৈনিক ‘নিউ ইয়র্ক টাইমস’-এর দিকে। ট্রাম্প সংবাদপত্রটির বিরুদ্ধে ১৫০০ কোটি ডলারের (১৫ বিলিয়ন) মানহানির মামলা দায়ের করেছেন।
ট্রাম্পের দাবি, নিউ ইয়র্ক টাইমস ইচ্ছাকৃতভাবে তাঁর পরিবার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা খবর ছড়াচ্ছে এবং কার্যত ডেমোক্র্যাট পার্টির মুখপত্রে পরিণত হয়েছে। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লেখেন, “আমাদের দেশের ইতিহাসে অন্যতম খারাপ একটি সংবাদপত্রের বিরুদ্ধে মামলা করেছি। দীর্ঘদিন ধরে তারা আমাকে হেয় করেছে, এবার তার শেষ হওয়া উচিত।” মামলা করা হয়েছে ফ্লোরিডায়।
উল্লেখযোগ্য যে, এর আগে ট্রাম্প এবিসি নিউজ ও সিবিএস-এর বিরুদ্ধেও মানহানির মামলা করেছিলেন। এবিসি ১৫ মিলিয়ন ডলার এবং সিবিএস-এর মূল সংস্থা প্যারামাউন্ট গ্লোবাল ১৬ মিলিয়ন ডলার দিয়ে মীমাংসা করতে বাধ্য হয়েছিল। এবিসির বিরুদ্ধে অভিযোগ ছিল, তাদের এক অ্যাঙ্কর ট্রাম্পকে ভুলভাবে ধর্ষণ মামলায় অভিযুক্ত বলেছিলেন। অন্যদিকে সিবিএস-কে ট্রাম্প অভিযুক্ত করেছিলেন একটি সাক্ষাৎকার বিকৃতভাবে সম্প্রচার করার জন্য।
















































