৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্প মিথ্যে বলছেন, বলার হিম্মত নেই প্রধানমন্ত্রীর: রাহুল

ইমামা খাতুন
  • আপডেট : ৩০ জুলাই ২০২৫, বুধবার
  • / 27

পুবের কলম ওয়েবডেস্ক : কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প যে ভারত-পাক যুদ্ধবিরতি নিয়ে ২৯ বার নিজের ভূমিকার কথা দাবি করেছেন, তাকে মিথ্যে বলার হিম্মত নেই প্রধানমন্ত্রী মোদির। মোদি যদি ট্রাম্পকে মিথ্যেবাদী বলেন, এখনই ট্রাম্প আসল সত্য বলে দেবেন।

কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ওয়াধেরাও বলেন, প্রধানমন্ত্রী মোদির সংসদে দাঁড়িয়ে বলা উচিত যে ট্রাম্প মিথ্যে বলছেন। মঙ্গলবার সংসদে অপারেশন সিঁদুর বিতর্কে জবাবি ভাষণে মোদি বলেছিলেন, বাইরের কারও চাপে ভারত-পাক যুদ্ধবিরতি হয়নি, নিজেরাই করেছে। তারপরও ফের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনিই ভারত-পাকিস্তানের যুদ্ধ থামিয়েছেন।

আরও পড়ুন: ধৃত সন্ন্যাসিনীদের মুক্তি চেয়ে সংসদের বাইরে বিক্ষোভে প্রিয়াঙ্কা

এই নিয়ে ট্রাম্প একই কথা ২৯ বার বললেন। ভারতের সঙ্গে ট্রাম্পের মনপছন্দ বাণিজ্য চুক্তি না হওয়ায় আমেরিকা যে ২০ থেকে ২৫ শতাংশ শুল্ক চাপাবে, সেকথাও মেনে নিয়ে রাহুল বলেছেন, এটা হবেই। কারণ প্রধানমন্ত্রী বলেননি যে ট্রাম্প মিথ্যে বলছেন। আসলে কী হয়েছে সবাই জানেন। মোদিও জানেন। কিন্তু ওঁর বলার মুখ নেই। একবার প্রধানমন্ত্রী বলুন না যে ট্রাম্প মিথ্যে বলছেন, ট্রাম্প আসল সত্য গড়গড় করে বলে দেবেন।

আরও পড়ুন: ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সই করলেন মোদি এবং স্টার্মার

ট্রাম্প এই কথা বারবার বলে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি ওঁর শর্তে করতে চাপ দিচ্ছেন। দেখুন না কী ধরনের বাণিজ্য চুক্তি হয়। প্রিয়াঙ্কা বলেন, প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রীর বক্তব্য ভালো করে মিলিয়ে দেখলেই বোঝা যায় দুজনের বক্তব্যই অসাড়, শূন্যগর্ভ। ওঁরা কেন বলছেন না যে, ট্রাম্প মিথ্যে বলছেন?

আরও পড়ুন: দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই ভারত-পাক যুদ্ধবিরতি সম্পন্ন হয়েছে

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগেও বলেছেন, প্রধানমন্ত্রী কেন বলছেন না যে, ট্রাম্প মিথ্যে বলছেন। এর থেকেই মনে হচ্ছে, ডাল মে কুছ কালা হ্যায়। প্রধানমন্ত্রী গতকাল ২ ঘন্টা ধরে ভাষণ দিয়েছেন। একবারও তিনি ট্রাম্প এর নাম উচ্চারণ করেননি। কেন? তার অর্থ তিনি নিজের ভাবমূর্তি রক্ষা করতে দেশের ভাবমূর্তি ডোবাতে চান।

রাহুল গান্ধী তো বলেছেন সংসদে, ইন্দিরা গান্ধীর যে সাহস ছিল তার যদি ৫০ শতাংশও মোদির থাকত তাহলে তিনি ট্রাম্পকে মিথ্যেবাদী বলতেন। ভারত আগাগোড়া একটা কথাই বলে যাচ্ছে, তা হল পাকিস্তানের মিলিটারি অপারেশন এর ডিজি ভারতের মিলিটারি অপারেশন এর ডিজিকে অনুরোধ করেন যে, তাঁরা এই যুদ্ধ চান না, তখন দুপক্ষ যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয়। অথচ ট্রাম্প অন্য কথা বলছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ট্রাম্প মিথ্যে বলছেন, বলার হিম্মত নেই প্রধানমন্ত্রীর: রাহুল

আপডেট : ৩০ জুলাই ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক : কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প যে ভারত-পাক যুদ্ধবিরতি নিয়ে ২৯ বার নিজের ভূমিকার কথা দাবি করেছেন, তাকে মিথ্যে বলার হিম্মত নেই প্রধানমন্ত্রী মোদির। মোদি যদি ট্রাম্পকে মিথ্যেবাদী বলেন, এখনই ট্রাম্প আসল সত্য বলে দেবেন।

কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ওয়াধেরাও বলেন, প্রধানমন্ত্রী মোদির সংসদে দাঁড়িয়ে বলা উচিত যে ট্রাম্প মিথ্যে বলছেন। মঙ্গলবার সংসদে অপারেশন সিঁদুর বিতর্কে জবাবি ভাষণে মোদি বলেছিলেন, বাইরের কারও চাপে ভারত-পাক যুদ্ধবিরতি হয়নি, নিজেরাই করেছে। তারপরও ফের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনিই ভারত-পাকিস্তানের যুদ্ধ থামিয়েছেন।

আরও পড়ুন: ধৃত সন্ন্যাসিনীদের মুক্তি চেয়ে সংসদের বাইরে বিক্ষোভে প্রিয়াঙ্কা

এই নিয়ে ট্রাম্প একই কথা ২৯ বার বললেন। ভারতের সঙ্গে ট্রাম্পের মনপছন্দ বাণিজ্য চুক্তি না হওয়ায় আমেরিকা যে ২০ থেকে ২৫ শতাংশ শুল্ক চাপাবে, সেকথাও মেনে নিয়ে রাহুল বলেছেন, এটা হবেই। কারণ প্রধানমন্ত্রী বলেননি যে ট্রাম্প মিথ্যে বলছেন। আসলে কী হয়েছে সবাই জানেন। মোদিও জানেন। কিন্তু ওঁর বলার মুখ নেই। একবার প্রধানমন্ত্রী বলুন না যে ট্রাম্প মিথ্যে বলছেন, ট্রাম্প আসল সত্য গড়গড় করে বলে দেবেন।

আরও পড়ুন: ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সই করলেন মোদি এবং স্টার্মার

ট্রাম্প এই কথা বারবার বলে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি ওঁর শর্তে করতে চাপ দিচ্ছেন। দেখুন না কী ধরনের বাণিজ্য চুক্তি হয়। প্রিয়াঙ্কা বলেন, প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রীর বক্তব্য ভালো করে মিলিয়ে দেখলেই বোঝা যায় দুজনের বক্তব্যই অসাড়, শূন্যগর্ভ। ওঁরা কেন বলছেন না যে, ট্রাম্প মিথ্যে বলছেন?

আরও পড়ুন: দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই ভারত-পাক যুদ্ধবিরতি সম্পন্ন হয়েছে

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগেও বলেছেন, প্রধানমন্ত্রী কেন বলছেন না যে, ট্রাম্প মিথ্যে বলছেন। এর থেকেই মনে হচ্ছে, ডাল মে কুছ কালা হ্যায়। প্রধানমন্ত্রী গতকাল ২ ঘন্টা ধরে ভাষণ দিয়েছেন। একবারও তিনি ট্রাম্প এর নাম উচ্চারণ করেননি। কেন? তার অর্থ তিনি নিজের ভাবমূর্তি রক্ষা করতে দেশের ভাবমূর্তি ডোবাতে চান।

রাহুল গান্ধী তো বলেছেন সংসদে, ইন্দিরা গান্ধীর যে সাহস ছিল তার যদি ৫০ শতাংশও মোদির থাকত তাহলে তিনি ট্রাম্পকে মিথ্যেবাদী বলতেন। ভারত আগাগোড়া একটা কথাই বলে যাচ্ছে, তা হল পাকিস্তানের মিলিটারি অপারেশন এর ডিজি ভারতের মিলিটারি অপারেশন এর ডিজিকে অনুরোধ করেন যে, তাঁরা এই যুদ্ধ চান না, তখন দুপক্ষ যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয়। অথচ ট্রাম্প অন্য কথা বলছেন।