০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্প বিপর্যয়ে সাহায্যের জন্য ভারতকে ধন্যবাদ জানাল তুরস্কের অ্যাম্বাসডর

ইমামা খাতুন
  • আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার
  • / 45

পুবের কলম ওয়েবডেস্ক: ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক। ৭.৭ এবং ৭.৬ মাত্রার ভূমিকম্পে তুরস্ক যখন প্রায় লণ্ডভণ্ড, সেই সময় সে দেশের মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে  ভারত। ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে একের পর এক মেডিকেল টিম সহ এনডিআরএফের দলও  পৌঁছচ্ছে।

ভারতের তরফে ওষুধপত্র থেকে শুরু করে অক্সিজেন সিলিন্ডার, খাদ্য যখন তুরস্কে পাঠানো হচ্ছে, সেই সময় বন্ধুকে ধন্যবাদ জানালেন তুরস্কের অ্যাম্বাসডর। তাঁর দেশের পাশে ভারত যেভাবে দাঁড়াচ্ছে, তার জন্য তুরস্ক কৃতজ্ঞ বলেও জানান তিনি।এর আগে ভারতকে ‘দোস্ত’ বলেও উল্লেখ করেছেন তুরস্কের অ্যাম্বাসাডর।

এদিন তুরস্কের অ্যাম্বাসডর ফিরাত সুনেল বলেন, ধন্যবাদ ভারত। এই নিয়ে ৭ বার ত্রাণ সামগ্রী তুরস্কে পৌঁচেছে। ‘অপারেশন দোস্ত’-এর  মাধ্যমে ২৩ টনেরও বেশি সামগ্রী এই দেশে এসেছে। যার মধ্যে তাঁবু, কম্বল বা স্লিপিং ব্যাগ, সৌর বাতি ওসুধ ইত্যাদি রয়েছে। যা ভূমিকম্পে বেঁচে যাওয়া লক্ষ লক্ষ মানুষের জন্য অতীব গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই দামেস্ক বিমানবন্দরে স্থানীয় প্রশাসন ও পরিবেশ উপমন্ত্রী মৌতাজ দৌয়াজি এই ত্রাণ সামগ্রী গ্রহণ করেছে।

এদিন তিনি আরও বলেন, ‘অপারেশন দোস্ত’ নামক এই মিশনটি হল সম্প্রীতির ও বন্ধুত্বের প্রতীক। আশা করবো এই মিশনের মাধ্যমে দুটি দেশের সম্পর্ক আরও গভীর হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভূমিকম্প বিপর্যয়ে সাহায্যের জন্য ভারতকে ধন্যবাদ জানাল তুরস্কের অ্যাম্বাসডর

আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক। ৭.৭ এবং ৭.৬ মাত্রার ভূমিকম্পে তুরস্ক যখন প্রায় লণ্ডভণ্ড, সেই সময় সে দেশের মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে  ভারত। ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে একের পর এক মেডিকেল টিম সহ এনডিআরএফের দলও  পৌঁছচ্ছে।

ভারতের তরফে ওষুধপত্র থেকে শুরু করে অক্সিজেন সিলিন্ডার, খাদ্য যখন তুরস্কে পাঠানো হচ্ছে, সেই সময় বন্ধুকে ধন্যবাদ জানালেন তুরস্কের অ্যাম্বাসডর। তাঁর দেশের পাশে ভারত যেভাবে দাঁড়াচ্ছে, তার জন্য তুরস্ক কৃতজ্ঞ বলেও জানান তিনি।এর আগে ভারতকে ‘দোস্ত’ বলেও উল্লেখ করেছেন তুরস্কের অ্যাম্বাসাডর।

এদিন তুরস্কের অ্যাম্বাসডর ফিরাত সুনেল বলেন, ধন্যবাদ ভারত। এই নিয়ে ৭ বার ত্রাণ সামগ্রী তুরস্কে পৌঁচেছে। ‘অপারেশন দোস্ত’-এর  মাধ্যমে ২৩ টনেরও বেশি সামগ্রী এই দেশে এসেছে। যার মধ্যে তাঁবু, কম্বল বা স্লিপিং ব্যাগ, সৌর বাতি ওসুধ ইত্যাদি রয়েছে। যা ভূমিকম্পে বেঁচে যাওয়া লক্ষ লক্ষ মানুষের জন্য অতীব গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই দামেস্ক বিমানবন্দরে স্থানীয় প্রশাসন ও পরিবেশ উপমন্ত্রী মৌতাজ দৌয়াজি এই ত্রাণ সামগ্রী গ্রহণ করেছে।

এদিন তিনি আরও বলেন, ‘অপারেশন দোস্ত’ নামক এই মিশনটি হল সম্প্রীতির ও বন্ধুত্বের প্রতীক। আশা করবো এই মিশনের মাধ্যমে দুটি দেশের সম্পর্ক আরও গভীর হবে।