২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

টিফিনের টাকা দিয়ে এতিমদের সহায়তা, করছে তুর্কি পড়ুয়ারা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২১ জানুয়ারী ২০২৩, শনিবার
  • / 22

পুবের কলম, ওয়েবডেস্ক: বিশ্বের শক্তিশালী ও ধনী দেশগুলি যখন দরিদ্র ও দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তখন তুরস্কের এই খবর মানবিকতা ও মনুষ্যত্বের পরিচয় রাখছে। হাত খরচ ও টিফিনের টাকা জমিয়ে এতিম শিশুদের সহায়তা করে চলেছে তুরস্কের মারদিন প্রদেশের ছাত্র-ছাত্রীরা।

তুরস্কের হাজি সুফিয়ে বলুনমেজ ইমাম হাতিপ সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীরা এক মাসে ৫,৫০০ তুর্কি লিরা (২৯২ মকির্কন ডলার) পকেট খরচ জমিয়ে তা সুদান, শ্রীলঙ্কা, আলবানিয়া, আফগানিস্তান ও ফিলিস্তিনের এতিম শিশুদের জন্য ব্যয় করেছে।

আরও পড়ুন: এক লক্ষ এতিমকে পোশাক

তুর্কি শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগটি পরিচালনা করছে হিউম্যানিটারিয়ান রিলিফ ফাউন্ডেশন। তুরস্কের স্কুল শিক্ষক মেহমেত ফাতিহ আকমান বলেন, স্কুলের প্রতিটি ক্লাস অন্তত একজন এতিমের দায়িত্ব নেওয়ার চেষ্টা করছে। ১১ বছর বয়সী তুর্কি শিক্ষার্থী হিরা দাগ বলেন, এই প্রোজেক্টটিকে তারা স্বেচ্ছায় সমর্থন করছেন। হিরা আরও জানান, এমন এক মানবিক কাজে যোগ দিয়ে পেরে স্কুলের সকলেই খুব খুশি। ১২ বছরের তুর্কি পড়ুয়া সেমানুর দেমির বলেন, এতিমদের কঠিন সময়ে তাদের পাশে থেকে তাদের স্বপ্ন ও আশা পূরণের চেষ্টা করছেন তারা।

আরও পড়ুন: করোনায় পিতা-মাতাকে হারিয়ে অনাথ হয়ে পড়া শিশুদের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা কেন্দ্রের

দেমির বলেন, ‘আমি আশা করি এভাবে তারা একটি উজ্জ্বল ভবিষ্যত দেখতে পাবে।

আরও পড়ুন: করোনায় প্রায় ১৯ লক্ষ শিশু এতিম বলছে ল্যানসেট সমীক্ষা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টিফিনের টাকা দিয়ে এতিমদের সহায়তা, করছে তুর্কি পড়ুয়ারা

আপডেট : ২১ জানুয়ারী ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বিশ্বের শক্তিশালী ও ধনী দেশগুলি যখন দরিদ্র ও দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তখন তুরস্কের এই খবর মানবিকতা ও মনুষ্যত্বের পরিচয় রাখছে। হাত খরচ ও টিফিনের টাকা জমিয়ে এতিম শিশুদের সহায়তা করে চলেছে তুরস্কের মারদিন প্রদেশের ছাত্র-ছাত্রীরা।

তুরস্কের হাজি সুফিয়ে বলুনমেজ ইমাম হাতিপ সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীরা এক মাসে ৫,৫০০ তুর্কি লিরা (২৯২ মকির্কন ডলার) পকেট খরচ জমিয়ে তা সুদান, শ্রীলঙ্কা, আলবানিয়া, আফগানিস্তান ও ফিলিস্তিনের এতিম শিশুদের জন্য ব্যয় করেছে।

আরও পড়ুন: এক লক্ষ এতিমকে পোশাক

তুর্কি শিক্ষার্থীদের এমন মানবিক উদ্যোগটি পরিচালনা করছে হিউম্যানিটারিয়ান রিলিফ ফাউন্ডেশন। তুরস্কের স্কুল শিক্ষক মেহমেত ফাতিহ আকমান বলেন, স্কুলের প্রতিটি ক্লাস অন্তত একজন এতিমের দায়িত্ব নেওয়ার চেষ্টা করছে। ১১ বছর বয়সী তুর্কি শিক্ষার্থী হিরা দাগ বলেন, এই প্রোজেক্টটিকে তারা স্বেচ্ছায় সমর্থন করছেন। হিরা আরও জানান, এমন এক মানবিক কাজে যোগ দিয়ে পেরে স্কুলের সকলেই খুব খুশি। ১২ বছরের তুর্কি পড়ুয়া সেমানুর দেমির বলেন, এতিমদের কঠিন সময়ে তাদের পাশে থেকে তাদের স্বপ্ন ও আশা পূরণের চেষ্টা করছেন তারা।

আরও পড়ুন: করোনায় পিতা-মাতাকে হারিয়ে অনাথ হয়ে পড়া শিশুদের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা কেন্দ্রের

দেমির বলেন, ‘আমি আশা করি এভাবে তারা একটি উজ্জ্বল ভবিষ্যত দেখতে পাবে।

আরও পড়ুন: করোনায় প্রায় ১৯ লক্ষ শিশু এতিম বলছে ল্যানসেট সমীক্ষা