তুষার গান্ধিকে হেনস্থা চম্পারনে, অভিযোগের তীর বিজেপির দিকে

- আপডেট : ১৪ জুলাই ২০২৫, সোমবার
- / 198
চম্পারন, ১৪ জুলাই : মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধিকে বিহারে চম্পারন জেলার এক কমিউনিটি হল থেকে টানাহেঁচড়া করে বার করে দেওয়া হল। কংগ্রেস অভিযোগ করেছে, বিজেপি এবং আর এস এস এই কাজ করেছে। যে চম্পারন ছিল গান্ধির অসহযোগ আন্দোলনের বড় সাক্ষী, সেখানেই সেই গান্ধির প্রপৌত্রকে এমন অবমাননার শিকার হতে হল।
কংগ্রেসের মুখপাত্র পবন খেরা এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, যে চম্পারন থেকে মহাত্মা গান্ধি নীলচাষিদের শোষণের বিরুদ্ধে ব্রিটিশদের বিপক্ষে আন্দোলন শুরু করে হইচই ফেলে দেন সেই চম্পারনে আজ বিজেপি- জেডিইউ সরকারের লোকজন গান্ধিরই প্রপৌত্রকে সভা করতে দিল না।
ওরা মহাত্মা গান্ধির মূর্তির সামনে মাথা নত করে ফুল নিবেদন করেন, কিন্তু তাঁর আদর্শ কেউ মেনে চলুন তা সহ্য করতে পারে না। তুষার গান্ধি বর্তমানে ভোটার তালিকায় কারচুপির বিরুদ্ধে মানুষকে সজাগ করতে এক পরিবর্তন যাত্রা সংগঠিত করেছেন। সেই কারণেই তিনি চম্পারনে প্রচার করতে এসেছিলেন।
তিনি মনে করেন, জনসাধারণের রায়কে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। দিনে দিনে এই সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছে। তাই বিরোধী মতকে টুঁটি চেপে ধরতে সরকার অগণতান্ত্রিক পন্থার আশ্রয় নিচ্ছে। পবন খেরা লিখেছেন, বিহার সরকার যতই নির্যাতন করুক, কংগ্রেস বিরুদ্ধতা চালিয়ে যাবে।