৩০ জুলাই ২০২৫, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জয়নগরের বেলে দূর্গানগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্ত

চামেলি দাস
  • আপডেট : ৩ জুন ২০২৫, মঙ্গলবার
  • / 132

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: জয়নগর বিধানসভার বকুলতলা থানার বেলে দূর্গানগর গ্রাম পঞ্চায়েতের বুইচবাটি এলাকায় রবিবার রাতে মদ খাওয়া নিয়ে গন্ডগোল,বোমাবাজি ও পিটিয়ে খুন করার অভিযোগে মুক্তার লস্কর ও কুতুবউদ্দিন লস্কর নামে দুই ব্যক্তিকে সোমবার রাতে গ্রেফতার করে বকুলতলা থানার পুলিশ।

ধৃতদের মঙ্গলবার বকুলতলা থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দন্ড বিধির  ১২৬/২,  ১১৮/২, ১০৯, ৩৫১(২),  ৩(৫)  BNS adding sec ১০৩(১) BNS ধারায় অভিযুক্ত করা হয়েছে।ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ চালাতে চায় পুলিশ।

আরও পড়ুন: সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে জয়নগরে পেপারব্লকের রাস্তার সূচনা করলেন বিধায়ক বিশ্বনাথ দাস

উল্লেখ্য,বকুলতলা থানার বেলে দূর্গানগর গ্রাম পঞ্চায়েতের বুইচবাটি গ্রামে রাস্তার ওপর পাশের রুপনগর গ্রামের বেশ কয়েক জন যুবক রবিবার রাতে মদ খেয়ে গালি গালাজ করাকে কেন্দ্র করে উওেজনা ছড়ায়।আর এর প্রতিবাদ করা নিয়ে হামলা ও এলাকায় বোমা মারার অভিযোগকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়।

আরও পড়ুন: জয়নগরে মদ্যপান বন্ধ এবং দোষীদের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে প্রতিবাদ

অভিযোগ পাশের পাড়ার কিছু যুবক মারধর করে ইউসুফ খান সহ কয়েক জনকে।সোমবার সকালে আবার অভিযুক্ত কুতুবউদ্দিন লস্কর সহ তার দলবল হামলা চালায় বলে ও অভিযোগ।এই ঘটনায় তিনজন গুরুতর আহত হয়, তাদের মধ্যে সায়েম খানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে নিমপিঠ রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে অবস্থার আরও অবনতি হওয়ায় কলকাতায় নিয়ে যাওয়ার পথেই মৃত্যু ঘটে তার।

আরও পড়ুন: জয়নগরে মোয়া হাব সোসাইটি

এর পর থেকে এলাকা উওপ্ত হয়ে ওঠে।দফায় দফায় বিক্ষোভ করে এলাকাবাসীরা।বিক্ষোভের মুখে পড়েন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস ও।পুলিশের সামনে রাস্তা অবরোধকরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার,এস ডি পি ও,জয়নগর সি আই, কুলতলি থানার আই সি, বকুলতলা থানার ওসি সোমবার রাতের পরে মঙ্গলবার ও এলাকায় যায়।মঙ্গলবার মৃতদেহ ময়নাতদন্তের পর কবরস্থ করা হয় পুলিশের সামনে।এলাকা উওপ্ত থাকায় মঙ্গলবার ও প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জয়নগরের বেলে দূর্গানগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্ত

আপডেট : ৩ জুন ২০২৫, মঙ্গলবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: জয়নগর বিধানসভার বকুলতলা থানার বেলে দূর্গানগর গ্রাম পঞ্চায়েতের বুইচবাটি এলাকায় রবিবার রাতে মদ খাওয়া নিয়ে গন্ডগোল,বোমাবাজি ও পিটিয়ে খুন করার অভিযোগে মুক্তার লস্কর ও কুতুবউদ্দিন লস্কর নামে দুই ব্যক্তিকে সোমবার রাতে গ্রেফতার করে বকুলতলা থানার পুলিশ।

ধৃতদের মঙ্গলবার বকুলতলা থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দন্ড বিধির  ১২৬/২,  ১১৮/২, ১০৯, ৩৫১(২),  ৩(৫)  BNS adding sec ১০৩(১) BNS ধারায় অভিযুক্ত করা হয়েছে।ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ চালাতে চায় পুলিশ।

আরও পড়ুন: সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে জয়নগরে পেপারব্লকের রাস্তার সূচনা করলেন বিধায়ক বিশ্বনাথ দাস

উল্লেখ্য,বকুলতলা থানার বেলে দূর্গানগর গ্রাম পঞ্চায়েতের বুইচবাটি গ্রামে রাস্তার ওপর পাশের রুপনগর গ্রামের বেশ কয়েক জন যুবক রবিবার রাতে মদ খেয়ে গালি গালাজ করাকে কেন্দ্র করে উওেজনা ছড়ায়।আর এর প্রতিবাদ করা নিয়ে হামলা ও এলাকায় বোমা মারার অভিযোগকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়।

আরও পড়ুন: জয়নগরে মদ্যপান বন্ধ এবং দোষীদের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে প্রতিবাদ

অভিযোগ পাশের পাড়ার কিছু যুবক মারধর করে ইউসুফ খান সহ কয়েক জনকে।সোমবার সকালে আবার অভিযুক্ত কুতুবউদ্দিন লস্কর সহ তার দলবল হামলা চালায় বলে ও অভিযোগ।এই ঘটনায় তিনজন গুরুতর আহত হয়, তাদের মধ্যে সায়েম খানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে নিমপিঠ রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে অবস্থার আরও অবনতি হওয়ায় কলকাতায় নিয়ে যাওয়ার পথেই মৃত্যু ঘটে তার।

আরও পড়ুন: জয়নগরে মোয়া হাব সোসাইটি

এর পর থেকে এলাকা উওপ্ত হয়ে ওঠে।দফায় দফায় বিক্ষোভ করে এলাকাবাসীরা।বিক্ষোভের মুখে পড়েন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস ও।পুলিশের সামনে রাস্তা অবরোধকরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার,এস ডি পি ও,জয়নগর সি আই, কুলতলি থানার আই সি, বকুলতলা থানার ওসি সোমবার রাতের পরে মঙ্গলবার ও এলাকায় যায়।মঙ্গলবার মৃতদেহ ময়নাতদন্তের পর কবরস্থ করা হয় পুলিশের সামনে।এলাকা উওপ্ত থাকায় মঙ্গলবার ও প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে।