০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মুসলিম নাম নিয়ে রাম মন্দির বিস্ফোরণের হুমকি, গ্রেফতার দুই হিন্দু যুবক

সামিমা এহসানা
  • আপডেট : ৪ জানুয়ারী ২০২৪, বৃহস্পতিবার
  • / 15

পুবের কলম ওয়েব ডেস্ক: রাম মন্দির উদ্বোধনের আগে কাঙ্খিত পথেই হাঁটছে গেরুয়াপন্থীরা। গত নভেম্বরে এক্স হ্যান্ডেলে হুমকি দেওয়া হয়, অযোধ্যার নব নির্মিত রাম মন্দির ও যোগী আদিত্যনাথের উপর হামলা চালানো হবে। বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে রাম মন্দির। খুন করা হবে ইউপির মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে। আর এই কাজ করার সময় দুটি  ই মেইল আইডি ব্যবহার করা হয়েছিল। আপাতভাবে মেইল আইডিগুলো দেখলে মনে হবে কোনও মুসলিম ব্যক্তি এই কাজ করেছে। একটি মেইল আইডি তৈরি করা হয়েছিল আলম আনসারি খান নাম ব্যবহার করে, অন্যটি জুবেইর খান আইএসআই নাম দিয়ে। কিন্তু বাস্তবে যারা এই কাজ করেছিল, তারা দু’জনই হিন্দু যুবক। তাদের নাম ওমপ্রকাশ মিশ্রা ও তাহার সিং। ওই দুজনকে লখনউ এর গোমতি নগর এলাকার বিভূতি খন্দ থেকে গ্রেফতার করা হয়েছে। উত্তরপ্রদেশের  স্পেশাল টাস্ক ফোর্স তাদের দুজনকেই গ্রেফতার করেছে।

মুসলিম নাম নিয়ে রাম মন্দির বিস্ফোরণের হুমকি, গ্রেফতার দুই হিন্দু যুবক

আরও পড়ুন: কংগ্রেস সহ অন্যান্য বিরোধীদের আবার বয়কট করতে পারে মানুষ, ভবিষ্যদ্বাণী অনুরাগের

অযোধ্যায় হিন্দু–মুসলিম সম্প্রীতি নষ্ট করার জন্যেই এমন কাজ করেছিল ওই দুই যুবক বলে মনে করা হচ্ছে। পুলিশ অনেকদিন থেকেই ঘটনাটির তদন্ত করছিল। ওই দুজনই প্যারামেডিক্যাল সংস্থায় কাজ করে বলে জানিয়েছে পুলিশ। তাহার সিং ওই দুটি মেইল আইডি তৈরি করেছিল। আর হুমকি বার্তা পাঠিয়েছিল ওমপ্রকাশ মিশ্রা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুসলিম নাম নিয়ে রাম মন্দির বিস্ফোরণের হুমকি, গ্রেফতার দুই হিন্দু যুবক

আপডেট : ৪ জানুয়ারী ২০২৪, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: রাম মন্দির উদ্বোধনের আগে কাঙ্খিত পথেই হাঁটছে গেরুয়াপন্থীরা। গত নভেম্বরে এক্স হ্যান্ডেলে হুমকি দেওয়া হয়, অযোধ্যার নব নির্মিত রাম মন্দির ও যোগী আদিত্যনাথের উপর হামলা চালানো হবে। বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে রাম মন্দির। খুন করা হবে ইউপির মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে। আর এই কাজ করার সময় দুটি  ই মেইল আইডি ব্যবহার করা হয়েছিল। আপাতভাবে মেইল আইডিগুলো দেখলে মনে হবে কোনও মুসলিম ব্যক্তি এই কাজ করেছে। একটি মেইল আইডি তৈরি করা হয়েছিল আলম আনসারি খান নাম ব্যবহার করে, অন্যটি জুবেইর খান আইএসআই নাম দিয়ে। কিন্তু বাস্তবে যারা এই কাজ করেছিল, তারা দু’জনই হিন্দু যুবক। তাদের নাম ওমপ্রকাশ মিশ্রা ও তাহার সিং। ওই দুজনকে লখনউ এর গোমতি নগর এলাকার বিভূতি খন্দ থেকে গ্রেফতার করা হয়েছে। উত্তরপ্রদেশের  স্পেশাল টাস্ক ফোর্স তাদের দুজনকেই গ্রেফতার করেছে।

মুসলিম নাম নিয়ে রাম মন্দির বিস্ফোরণের হুমকি, গ্রেফতার দুই হিন্দু যুবক

আরও পড়ুন: কংগ্রেস সহ অন্যান্য বিরোধীদের আবার বয়কট করতে পারে মানুষ, ভবিষ্যদ্বাণী অনুরাগের

অযোধ্যায় হিন্দু–মুসলিম সম্প্রীতি নষ্ট করার জন্যেই এমন কাজ করেছিল ওই দুই যুবক বলে মনে করা হচ্ছে। পুলিশ অনেকদিন থেকেই ঘটনাটির তদন্ত করছিল। ওই দুজনই প্যারামেডিক্যাল সংস্থায় কাজ করে বলে জানিয়েছে পুলিশ। তাহার সিং ওই দুটি মেইল আইডি তৈরি করেছিল। আর হুমকি বার্তা পাঠিয়েছিল ওমপ্রকাশ মিশ্রা।