০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তেলআবিবে বন্দুক হামলায় ২ ইসরাইলি নিহত

পুবের কলম প্রতিবেদক: ইসরাইলে ফের বন্দুক হামলায় অন্তত দু’জন নিহত ও আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তেল আবিবে বন্দুকধারীর উপর্যুপরি গুলিবর্ষণে এ হতাহতের ঘটনা ঘটে। গোলাগুলির পর কয়েক ঘণ্টা পার হলেও সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করতে পারেনি দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শত শত ইসরাইলি পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ দল ব্যাপক অভিযান চালিয়েছে। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোর ভবনেও তল্লাশি চলছে।

 

আরও পড়ুন: রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

তেল আবিবের পুলিশ কর্মকর্তা আমিচাই এশেদ বলেন, বন্দুকধারী রাত ৯টার দিকে একটি জনাকীর্ণ বারে গুলি চালায়। তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে হামলাকারী এখনও আশপাশের কোথাও রয়েছে বলে ধারণা করছে পুলিশ। ইসরাইলের জাতীয় জরুরি বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, তারা তেল আবিব শহরের কেন্দ্রস্থলে ‘বেশ কয়েকটি স্থানে’ গুলি চালানোর খবর পেয়েছে। ডিজেনগফ স্ট্রিটে অন্তত একটি হামলা হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের বাসভবনে হামলা: পুলিশ-বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ, গ্রেফতার ১২

 

আরও পড়ুন: উপমুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা, বিজেপি-আরজেডির বাগ্‌যুদ্ধে উত্তপ্ত বিহার

টাইমস অব ইসরাইল জানিয়েছে, আহতদের মধ্যে দু’জন মারা গেছে। ওই হাসপাতালে আরও আটজনের চিকিৎসা চলছে। যাদের মধ্যে চারজনের অবস্থা ‘সঙ্কটজনক’। তাৎক্ষণিকভাবে গুলি চালানোর কারণ জানা যায়নি। তবে সম্প্রতি ফিলিস্তিনিদের হামলায় ইসরাইলে ১১ জন নিহতের পর উত্তেজনা বেড়েছে। গত ২২ মার্চ বেয়ার শেভাতে ছুরিকাঘাতে চার ইসরাইলি নিহত হয়। এর পাঁচ দিন পর হাদেরায় বন্দুকধারীর হামলায় দুই সীমান্ত পুলিশ কর্মকর্তা নিহত হন। ৩০ মার্চ দুই ইসরাইলি, দুই ইউক্রেনীয় নাগরিক ও একজন পুলিশ কর্মকর্তা বেনেই ব্র্যাকে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছিলেন। প্রধানমন্ত্রী নাফতালি বেনেটে তেল আবিবের সামরিক সদর দফতর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানায় প্রধানমন্ত্রীর কার্যালয়। এদিকে বৃহস্পতিবারের হামলায় নিন্দা জানিয়েছেন ইসরাইলের মার্কিন ও ইউরোপীয় কূটনীতিকরা। হামাস এ হামলার প্রশংসা করলেও দায় স্বীকার করেনি।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পুলিশি তল্লাশিতে উদ্ধার অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরক, রাজস্থানে ধৃত ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তেলআবিবে বন্দুক হামলায় ২ ইসরাইলি নিহত

আপডেট : ৮ এপ্রিল ২০২২, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক: ইসরাইলে ফের বন্দুক হামলায় অন্তত দু’জন নিহত ও আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তেল আবিবে বন্দুকধারীর উপর্যুপরি গুলিবর্ষণে এ হতাহতের ঘটনা ঘটে। গোলাগুলির পর কয়েক ঘণ্টা পার হলেও সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করতে পারেনি দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শত শত ইসরাইলি পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ দল ব্যাপক অভিযান চালিয়েছে। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোর ভবনেও তল্লাশি চলছে।

 

আরও পড়ুন: রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

তেল আবিবের পুলিশ কর্মকর্তা আমিচাই এশেদ বলেন, বন্দুকধারী রাত ৯টার দিকে একটি জনাকীর্ণ বারে গুলি চালায়। তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে হামলাকারী এখনও আশপাশের কোথাও রয়েছে বলে ধারণা করছে পুলিশ। ইসরাইলের জাতীয় জরুরি বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, তারা তেল আবিব শহরের কেন্দ্রস্থলে ‘বেশ কয়েকটি স্থানে’ গুলি চালানোর খবর পেয়েছে। ডিজেনগফ স্ট্রিটে অন্তত একটি হামলা হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের বাসভবনে হামলা: পুলিশ-বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ, গ্রেফতার ১২

 

আরও পড়ুন: উপমুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা, বিজেপি-আরজেডির বাগ্‌যুদ্ধে উত্তপ্ত বিহার

টাইমস অব ইসরাইল জানিয়েছে, আহতদের মধ্যে দু’জন মারা গেছে। ওই হাসপাতালে আরও আটজনের চিকিৎসা চলছে। যাদের মধ্যে চারজনের অবস্থা ‘সঙ্কটজনক’। তাৎক্ষণিকভাবে গুলি চালানোর কারণ জানা যায়নি। তবে সম্প্রতি ফিলিস্তিনিদের হামলায় ইসরাইলে ১১ জন নিহতের পর উত্তেজনা বেড়েছে। গত ২২ মার্চ বেয়ার শেভাতে ছুরিকাঘাতে চার ইসরাইলি নিহত হয়। এর পাঁচ দিন পর হাদেরায় বন্দুকধারীর হামলায় দুই সীমান্ত পুলিশ কর্মকর্তা নিহত হন। ৩০ মার্চ দুই ইসরাইলি, দুই ইউক্রেনীয় নাগরিক ও একজন পুলিশ কর্মকর্তা বেনেই ব্র্যাকে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছিলেন। প্রধানমন্ত্রী নাফতালি বেনেটে তেল আবিবের সামরিক সদর দফতর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানায় প্রধানমন্ত্রীর কার্যালয়। এদিকে বৃহস্পতিবারের হামলায় নিন্দা জানিয়েছেন ইসরাইলের মার্কিন ও ইউরোপীয় কূটনীতিকরা। হামাস এ হামলার প্রশংসা করলেও দায় স্বীকার করেনি।