০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পাটনায় নৃশংসতা: বাড়িতে একা থাকা অবস্থায় দরজা ভেঙে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হল দুই নাবালককে

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
  • / 23

 পুবের কলম ওয়েবডেস্ক: বিহারের পাটনায় ঘটল নারকীয় অপরাধ। বাবা-মা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে জানিপুর এলাকায় একটি বাড়ির দরজা ভেঙে ঢুকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হল দুই নাবালককে। মৃতদের নাম অঞ্জলি ও অংশ। ঘটনায় অভিযুক্ত অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের খুঁজছে পুলিশ।

 

জানা গিয়েছে, পাটনা এইমস হাসপাতালে নিরাপত্তারক্ষীর কাজ করেন ওই দুই শিশুর বাবা লালন কুমার গুপ্তা এবং মা শোভা দেবী। বৃহস্পতিবার, যখন তাঁরা দু’জনেই ডিউটিতে ছিলেন, তখনই বাড়ি ফেরে তাঁদের দুই সন্তান। কিছুক্ষণ পরেই ঘটে মর্মান্তিক ঘটনা।

আরও পড়ুন: পাটনা এইমসে রহস্যমৃত্যু প্রথম বর্ষের পড়ুয়ার! জারি তদন্ত  

 

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, দুষ্কৃতীরা পরিকল্পনা করে দরজা ভেঙে বাড়ির ভিতরে ঢুকে ওই দুই শিশুকে আগুনে পুড়িয়ে মারে। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়েছে।

 

জানিপুর থানায় এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে ঘটনাস্থলে। এলাকা ঘিরে তদন্ত চালাচ্ছে ফরেনসিক টিম। পুলিশের তরফে জানানো হয়েছে, কী কারণে এই নির্মম খুন, তার উৎস সন্ধান চলছে।

 

বিহারে সাম্প্রতিক অতীতে একের পর এক অপরাধের ঘটনা সামনে এসেছে। শুটআউট, ধর্ষণ এবং খুনের পর এবার শিশুদের জীবন্ত জ্বালিয়ে মারার ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে। পাটনার মতো শহরে এমন ঘটনায় নিরাপত্তা ব্যবস্থাই এখন কাঠগড়ায়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাটনায় নৃশংসতা: বাড়িতে একা থাকা অবস্থায় দরজা ভেঙে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হল দুই নাবালককে

আপডেট : ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার

 পুবের কলম ওয়েবডেস্ক: বিহারের পাটনায় ঘটল নারকীয় অপরাধ। বাবা-মা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে জানিপুর এলাকায় একটি বাড়ির দরজা ভেঙে ঢুকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হল দুই নাবালককে। মৃতদের নাম অঞ্জলি ও অংশ। ঘটনায় অভিযুক্ত অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের খুঁজছে পুলিশ।

 

জানা গিয়েছে, পাটনা এইমস হাসপাতালে নিরাপত্তারক্ষীর কাজ করেন ওই দুই শিশুর বাবা লালন কুমার গুপ্তা এবং মা শোভা দেবী। বৃহস্পতিবার, যখন তাঁরা দু’জনেই ডিউটিতে ছিলেন, তখনই বাড়ি ফেরে তাঁদের দুই সন্তান। কিছুক্ষণ পরেই ঘটে মর্মান্তিক ঘটনা।

আরও পড়ুন: পাটনা এইমসে রহস্যমৃত্যু প্রথম বর্ষের পড়ুয়ার! জারি তদন্ত  

 

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, দুষ্কৃতীরা পরিকল্পনা করে দরজা ভেঙে বাড়ির ভিতরে ঢুকে ওই দুই শিশুকে আগুনে পুড়িয়ে মারে। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়েছে।

 

জানিপুর থানায় এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে ঘটনাস্থলে। এলাকা ঘিরে তদন্ত চালাচ্ছে ফরেনসিক টিম। পুলিশের তরফে জানানো হয়েছে, কী কারণে এই নির্মম খুন, তার উৎস সন্ধান চলছে।

 

বিহারে সাম্প্রতিক অতীতে একের পর এক অপরাধের ঘটনা সামনে এসেছে। শুটআউট, ধর্ষণ এবং খুনের পর এবার শিশুদের জীবন্ত জ্বালিয়ে মারার ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে। পাটনার মতো শহরে এমন ঘটনায় নিরাপত্তা ব্যবস্থাই এখন কাঠগড়ায়।