কর্ণাটকের বিজেপি নেতা খুনের ঘটনায় গ্রেফতার দুই মুসলিম যুবক

- আপডেট : ২৮ জুলাই ২০২২, বৃহস্পতিবার
- / 33
পুবের কলম ওয়েবডেস্কঃ কর্ণাটকের যুব নেতা প্রবীণ নেত্তারুর খুনের ঘটনায় দু’জন মুসলিম যুবককে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণ কন্নড় জেলার পুলিস সুপার ঋষিকেশ ভগবান সোনওয়ানে জানিয়েছেন, ধৃত ওই দুই যুবকের মধ্যে একজন হাভেরি জেলার সাভানুরের বাসিন্দা জাকির (২৯) এবং অন্যজন বেল্লারে’র বাসিন্দা মহম্মদ শফিক (২৭)। পুলিস জানিয়েছে বিজেপি নেতা হত্যার ঘটনায় এই দুই যুবক জড়িত। এই হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিস ৫ জনেরও বেশি ব্যক্তিকে আটক করেছিল। এদিন পুলিস সুনিশ্চিত করে, এই দুই যুবকই বিজেপি নেতাকে হত্যার ষড়যন্ত্র করেছে। জেলার সুলিয়া তালুকে এডিজিপি (আইনশৃঙ্খলা) সাংবাদিকদের জানিয়েছেন, ওই হত্যার ঘটনা সমস্ত দিক থেকে তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছেন তিনি। বুধবার বেল্লারে এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিস লাঠি চার্জ ও করে। উল্লেখ্য, মঙ্গলবার রাতে বিজেপি যুব মোর্চার সদস্য প্রবীণ নেত্তারু(৩২) তার ভাইয়ের দোকানের সামনে ছিলেন। সেখানেই বাইকে সওয়ার দুই আততায়ী প্রবীণকে হত্যা করে।