২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কোটি টাকায় নিলাম হল দাউদের মাটি, গোপন রাখা হল ক্রেতার নাম

সামিমা এহসানা
  • আপডেট : ৫ জানুয়ারী ২০২৪, শুক্রবার
  • / 26

পুবের কলম ওয়েব ডেস্ক: মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ারর্ল্ড ডন দাউদ ইব্রাহিমের (Dawood Ibrahim) চারটি বেনামি সম্পত্তি নিলাম করার কথা ছিল। শুক্রবার ওই চার সম্পত্তির মধ্যে দুটি সম্পত্তি নিলাম হয়েছে। তাও আবার কোটি টাকায়। কিন্তু কে কিনল এই সম্পত্তি? এই প্রশ্নের জবাব দেওয়া হয়নি। নাম গোপন করা হয়েছে দাউদের জমির নতুন মালিকের। জানা গেছে কোনও একজন ব্যক্তিই ওই দুটি জমি কিনেছে।

যে মাটি এদিন নিলাম করা হয়েছে, তার সঙ্গে দাউদের ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে। ডনের ১৭০.৯৮ বর্গমিটারের একটি কৃষিজমির নূন্যতম মূল্য ধার্য করা হয়েছিল ১৫ হাজার ৪৪০ টাকা। নিলামের পর সেই জমি কেনা হয়েছে ২.০১ কোটি টাকায়। ১৭৩০ বর্গ মিটারের অন্য একটি জমির দাম নির্ধারণ করা হয়েছিল ১ লক্ষ ৫৬ হাজার ২৭০ টাকা। সেটা বিক্রি হয়েছে ৩.২৮ লক্ষ টাকায়।

দাউদের এইসব সম্পত্তি ছিল মহারাষ্ট্রের রত্নাগিরি জেলার মুম্বকে গ্রামে।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কোটি টাকায় নিলাম হল দাউদের মাটি, গোপন রাখা হল ক্রেতার নাম

আপডেট : ৫ জানুয়ারী ২০২৪, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্ক: মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ারর্ল্ড ডন দাউদ ইব্রাহিমের (Dawood Ibrahim) চারটি বেনামি সম্পত্তি নিলাম করার কথা ছিল। শুক্রবার ওই চার সম্পত্তির মধ্যে দুটি সম্পত্তি নিলাম হয়েছে। তাও আবার কোটি টাকায়। কিন্তু কে কিনল এই সম্পত্তি? এই প্রশ্নের জবাব দেওয়া হয়নি। নাম গোপন করা হয়েছে দাউদের জমির নতুন মালিকের। জানা গেছে কোনও একজন ব্যক্তিই ওই দুটি জমি কিনেছে।

যে মাটি এদিন নিলাম করা হয়েছে, তার সঙ্গে দাউদের ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে। ডনের ১৭০.৯৮ বর্গমিটারের একটি কৃষিজমির নূন্যতম মূল্য ধার্য করা হয়েছিল ১৫ হাজার ৪৪০ টাকা। নিলামের পর সেই জমি কেনা হয়েছে ২.০১ কোটি টাকায়। ১৭৩০ বর্গ মিটারের অন্য একটি জমির দাম নির্ধারণ করা হয়েছিল ১ লক্ষ ৫৬ হাজার ২৭০ টাকা। সেটা বিক্রি হয়েছে ৩.২৮ লক্ষ টাকায়।

দাউদের এইসব সম্পত্তি ছিল মহারাষ্ট্রের রত্নাগিরি জেলার মুম্বকে গ্রামে।