২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রদেশের মোরেনায় দুরন্ত এক্সপ্রেসের ধাক্কায় নিহত দুই আরপিএফ কনস্টেবল

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৬ অক্টোবর ২০২২, বুধবার
  • / 25

 

পুবের কলম ওয়েবডেস্ক: মর্মান্তিক, মধ্যপ্রদেশের মোরেনা জেলায় দ্রুত গতিতে ছুটে আসা দুরন্ত এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারালেন আরপিএফ-এর দু’জন  হেড কনস্টেবল। মঙ্গলবার রাত দশটা নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মোরেনা জেলার সংক রেল স্টেশনে।  মোরেনা থেকে ৭ কিলোমিটার দূরে। বুধবার সকালে মোরেনা আরপিএফ থানার ইনচার্জ হরিকিশান মীনা জানিয়েছেন, মঙ্গলবার রাত তখন দশটা হবে, গোয়ালিয়র-আগ্রা প্যাসেঞ্জার ট্রেন ইন্সপেকশন করছিলেন দুই হেড কনস্টেবল।

আরও পড়ুন: Breaking:  মধ্যপ্রদেশের মোরেনায় দুই পরিবারে বিবাদের জেরে শুট আউট, নিহত ৬

সেই সময় দ্রুত গতিতে ছুটে আসে  দুরন্ত  এক্সপ্রেস, দিল্লি থেকে আসা  দুরন্ত এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই আরপিএফ হেড কনস্টেবলের। মৃতদের নাম-হেড কনস্টেবল অশোক কুমার (৫৬) এবং নবরাজ সিং (৪০)। তাঁদের মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রেলের পক্ষ থেকে শুরু হয়েছে তদন্ত। গোটা ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মধ্যপ্রদেশের মোরেনায় দুরন্ত এক্সপ্রেসের ধাক্কায় নিহত দুই আরপিএফ কনস্টেবল

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, বুধবার

 

পুবের কলম ওয়েবডেস্ক: মর্মান্তিক, মধ্যপ্রদেশের মোরেনা জেলায় দ্রুত গতিতে ছুটে আসা দুরন্ত এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারালেন আরপিএফ-এর দু’জন  হেড কনস্টেবল। মঙ্গলবার রাত দশটা নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মোরেনা জেলার সংক রেল স্টেশনে।  মোরেনা থেকে ৭ কিলোমিটার দূরে। বুধবার সকালে মোরেনা আরপিএফ থানার ইনচার্জ হরিকিশান মীনা জানিয়েছেন, মঙ্গলবার রাত তখন দশটা হবে, গোয়ালিয়র-আগ্রা প্যাসেঞ্জার ট্রেন ইন্সপেকশন করছিলেন দুই হেড কনস্টেবল।

আরও পড়ুন: Breaking:  মধ্যপ্রদেশের মোরেনায় দুই পরিবারে বিবাদের জেরে শুট আউট, নিহত ৬

সেই সময় দ্রুত গতিতে ছুটে আসে  দুরন্ত  এক্সপ্রেস, দিল্লি থেকে আসা  দুরন্ত এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই আরপিএফ হেড কনস্টেবলের। মৃতদের নাম-হেড কনস্টেবল অশোক কুমার (৫৬) এবং নবরাজ সিং (৪০)। তাঁদের মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রেলের পক্ষ থেকে শুরু হয়েছে তদন্ত। গোটা ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া।