সোনম ওয়াংচুকের গ্রেফতারিতে ক্ষোভ, বিজেপিকে আক্রমণ উদ্ধব ঠাকরের

- আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার
- / 179
পুবের কলম,ওয়েবডেস্ক: লাদাখে গণবিক্ষোভে উসকানির অভিযোগে সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর গ্রেফতারির পর বিরোধী শিবিরের নেতাদের পাশাপাশি এবার সরব হলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।
শনিবার মুম্বইয়ে সাংবাদিক বৈঠকে উদ্ধব বলেন,“বিজেপি আসলে দেশপ্রেমের নাটক করছে। সেনার জন্য সৌর তাঁবুর প্রযুক্তি যিনি দিয়েছেন, তাঁকেই বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। অথচ, পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা হচ্ছে—এটাই নির্লজ্জতার চরম উদাহরণ।”
শুক্রবার লাদাখে সাংবাদিক সম্মেলনের ঠিক আগে গ্রেফতার হন ওয়াংচুক। পরে তাঁকে রাতারাতি লেহ থেকে সরিয়ে ১৪০০ কিলোমিটার দূরে যোধপুরে নিয়ে যাওয়া হয়। তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে (NSA) মামলা হয়েছে, যেখানে জামিনের সুযোগ নেই।
অশান্তি এড়াতে লেহ-তে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে প্রশাসন, জারি হয়েছে জমায়েতের ওপর নিষেধাজ্ঞা। এদিকে কেন্দ্র অভিযোগ করেছে, ওয়াংচুক “আরব বসন্তের কায়দায়” মানুষকে উসকানি দিয়েছেন এবং তাঁর ভাষণে প্রভাবিত হয়ে লেহ-তে সরকারি দপ্তর ও রাজনৈতিক দলের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। উল্লেখ্য, এর আগে ওয়াংচুকের প্রতিষ্ঠিত শিক্ষামূলক সংস্থার বিদেশি তহবিল গ্রহণের অনুমোদন বাতিল করেছে কেন্দ্র।