৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘ঝুকেগা নহী’, রাম মন্দির উদ্বোধনের দিন নাসিকের রাম মন্দিরে মহা আরতি করবেন উদ্ধব ঠাকরে

পুবের কলম ওয়েব ডেস্ক: উদ্ধব ঠাকরে ও তার দল শিবসেনার নেতা–কর্মীরা বারবার বলেছে, রাম মন্দির আন্দোলনে বড় ভূমিকা ছিল শিবসেনার প্রতিষ্ঠাতা বালা সাহেব ঠাকরের। কিন্তু উদ্ধবদের ক্রেডিট দিতে চাইছে না বিজেপি। তাই রাম মন্দির উদ্বোধন উপলক্ষে এখনও আমন্ত্রণ জানানো হয়নি শিবসেনার উদ্ধব ঠাকরেকে। এই নিয়ে নারাজ উদ্ধব ঠাকরে ‘ঝুগেকা নহী’ পন্থা অবলম্বন করবেন। শনিবার তিনি জানান, ২২ জানুয়ারি যখন সাড়ম্বরে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দলবল তখন নাসিকের কালারাম মন্দিরে যাবেন উদ্ধব ঠাকরে। সেখানে গোদাবরীর তীরে মহা আরতির আয়োজন করবে তার দল।

'ঝুকেগা নহী', রাম মন্দির উদ্বোধনের দিন নাসিকের রাম মন্দিরে মহা আরতি করবেন উদ্ধব ঠাকরে

আরও পড়ুন: রাম মন্দির উদ্বোধনের দিন মুসলিমদের মসজিদ–মাদ্রাসায় জয় শ্রী রাম স্লোগান দেওয়ার আহ্বান আরএসএস নেতার

কিন্তু কালারাম মন্দিরকেই কেন বেছে নিলেন তিনি? আসলে কালারাম মন্দির একটি রাম মন্দির। কালো পাথরে লর্ড রামের মুর্তি তৈরি করা হয়েছিল বলেই ওই মন্দিরের নাম হয়েছে কালারাম। উদ্ধব জানিয়েছেন, বনবাসে থাকার সময় রাম, সীতা ও লক্ষণ সেখানে থেকেছিলেন। তার জন্যেই ওই স্থানে কালারামের মন্দির তৈরি হয়েছিল। তাছাড়া মন্দিরে দলিতদের কেন ঢুকতে দেওয়া হবে না, এই ঘটনার প্রতিবাদ জানাতে ১৯৩০ সালে এই কালারাম মন্দিরকেই বেছে নিয়েছিলে ড. বি আর আম্বেদকর। তাই রাম মন্দির উদ্বোধন উপলক্ষে এই মন্দিরটিকেই বেছে নিয়েছেন উদ্ধব।

অযোধ্যার রাম মন্দিরে কবে যাবেন উদ্ধব? এর জবাবে শিবসেনা নেতা বলেছেন, যখন তার মন চাইবে তখনই তিনি অযোধ্যায় যাবেন। তার মতে, রাম মন্দিরে সবার সমান অধিকার আছে।

রাম মন্দির উদ্বোধনের ঠিক পরের দিন, অর্থাৎ ২৩ জানুয়ারি শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের জন্মবার্ষিকী। সেদিন নাসিক এ একটি সমাবেশ করবে উদ্ধবের শিবসেনা।

সর্বধিক পাঠিত

পাঁচ জেলায় সবচেয়ে বেশি নাম বাদ, তামিলনাড়ুতে ১২.৪৩ লক্ষ ভোটারকে শুনানির নোটিস কমিশনের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘ঝুকেগা নহী’, রাম মন্দির উদ্বোধনের দিন নাসিকের রাম মন্দিরে মহা আরতি করবেন উদ্ধব ঠাকরে

আপডেট : ৬ জানুয়ারী ২০২৪, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: উদ্ধব ঠাকরে ও তার দল শিবসেনার নেতা–কর্মীরা বারবার বলেছে, রাম মন্দির আন্দোলনে বড় ভূমিকা ছিল শিবসেনার প্রতিষ্ঠাতা বালা সাহেব ঠাকরের। কিন্তু উদ্ধবদের ক্রেডিট দিতে চাইছে না বিজেপি। তাই রাম মন্দির উদ্বোধন উপলক্ষে এখনও আমন্ত্রণ জানানো হয়নি শিবসেনার উদ্ধব ঠাকরেকে। এই নিয়ে নারাজ উদ্ধব ঠাকরে ‘ঝুগেকা নহী’ পন্থা অবলম্বন করবেন। শনিবার তিনি জানান, ২২ জানুয়ারি যখন সাড়ম্বরে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দলবল তখন নাসিকের কালারাম মন্দিরে যাবেন উদ্ধব ঠাকরে। সেখানে গোদাবরীর তীরে মহা আরতির আয়োজন করবে তার দল।

'ঝুকেগা নহী', রাম মন্দির উদ্বোধনের দিন নাসিকের রাম মন্দিরে মহা আরতি করবেন উদ্ধব ঠাকরে

আরও পড়ুন: রাম মন্দির উদ্বোধনের দিন মুসলিমদের মসজিদ–মাদ্রাসায় জয় শ্রী রাম স্লোগান দেওয়ার আহ্বান আরএসএস নেতার

কিন্তু কালারাম মন্দিরকেই কেন বেছে নিলেন তিনি? আসলে কালারাম মন্দির একটি রাম মন্দির। কালো পাথরে লর্ড রামের মুর্তি তৈরি করা হয়েছিল বলেই ওই মন্দিরের নাম হয়েছে কালারাম। উদ্ধব জানিয়েছেন, বনবাসে থাকার সময় রাম, সীতা ও লক্ষণ সেখানে থেকেছিলেন। তার জন্যেই ওই স্থানে কালারামের মন্দির তৈরি হয়েছিল। তাছাড়া মন্দিরে দলিতদের কেন ঢুকতে দেওয়া হবে না, এই ঘটনার প্রতিবাদ জানাতে ১৯৩০ সালে এই কালারাম মন্দিরকেই বেছে নিয়েছিলে ড. বি আর আম্বেদকর। তাই রাম মন্দির উদ্বোধন উপলক্ষে এই মন্দিরটিকেই বেছে নিয়েছেন উদ্ধব।

অযোধ্যার রাম মন্দিরে কবে যাবেন উদ্ধব? এর জবাবে শিবসেনা নেতা বলেছেন, যখন তার মন চাইবে তখনই তিনি অযোধ্যায় যাবেন। তার মতে, রাম মন্দিরে সবার সমান অধিকার আছে।

রাম মন্দির উদ্বোধনের ঠিক পরের দিন, অর্থাৎ ২৩ জানুয়ারি শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের জন্মবার্ষিকী। সেদিন নাসিক এ একটি সমাবেশ করবে উদ্ধবের শিবসেনা।