০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়ার নিয়মে বদল আনল ইউজিসি, স্বস্তিতে পড়ুয়ারা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩০ মে ২০২২, সোমবার
  • / 12

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ভারতীয় পড়ুয়া যারা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নিতে চান তাদের জন্য সুখবর। ইউজিসি ন্যাশনাল হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (এনএইচইকিউএফ) পরিবর্তন করেছে। এই পরিবর্তনের ফলে বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাওয়ার পথ অনেকটাই সহজ হল। যে সমস্ত পড়ুয়ারা বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির যোগ্যতামান পেরতে পারেননি, তাদের কেরিয়ার গড়ার নয়া সুযোগ দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির এই এনএইচইকিউএফ পরিবর্তন।

 

নতুন এই নিয়ম অনুযায়ী বিদেশি বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির যৌথভাবে তিনটি উপায়ে প্রোগ্রাম চলবে। প্রথমত দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি হবে যার কারণে যে কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অন্য কোন প্রতিষ্ঠানে গিয়ে যে কোন কোর্স পড়তে পারবেন। এক্ষেত্রে উভয় প্রতিষ্ঠান একে অপরের সাথে কোর্স ক্রেডিট শেয়ার করবেন এবং শেষে স্বীকৃতিও দেবে।

দ্বিতীয়টি হল, অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধাপ। এর ফলে ভারতের যে কোনো শীর্ষ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিদেশী বিশ্ববিদ্যালয়ের যৌথ কোর্স পরিচালিত হবে। এর জন্য উভয় প্রতিষ্ঠানকে প্রথমে একটি সমঝোতা স্মারকে সই করতে হবে। এর মধ্যে বিদেশী বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০% কোর্স অধ্যায়ন করা হবে, তবে ডিগ্রি দেওয়া হবে ভারতীয় প্রতিষ্ঠান থেকে। শিক্ষার্থীরা যে সার্টিফিকেট পাবেন তা জারি করা থাকবে বিদেশী বিশ্ববিদ্যালয় থেকে।

তৃতীয়টি হলো দ্বৈত ডিগ্রি। ভারতের যে কোনো বিশ্ববিদ্যালয় বিদেশী বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় কোর্স পরিচালনা করতে পারবে এবং কোর্সের জন্য দুই বিশ্ববিদ্যালয় থেকে আলাদা ডিগ্রি প্রদান করা হবে অর্থাৎ একটি কোর্সের জন্য শিক্ষার্থীরা পাবেন দুটি ডিগ্রি। একটি ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে এবং অপরটি বিদেশী বিশ্ববিদ্যালয় থেকে । ইউজিসির তরফ থেকে দুই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিকে স্বীকৃতি দেওয়া হবে। তবে শুধুমাত্র ন্যাক (NAAC) এর শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলি এই ধরনের কোর্স পরিচালনা করার অনুমোদন পাবে।

উল্লেখ্য, বিশ্বজুড়ে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ৬ থেকে ১২ পর্যন্ত স্তর রয়েছে। স্কটল্যান্ড বিশ্বের সর্বোচ্চ ১২ নম্বরে আছে. নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়া লেভেল ১০। ইউরোপে, এটি ৮ লেভেল পর্যন্ত। একইভাবে, হংকং এবং সিঙ্গাপুর লেভেল ৭এবং থাইল্যান্ড ৬ লেভেলে উচ্চ শিক্ষা প্রদান করে।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়ার নিয়মে বদল আনল ইউজিসি, স্বস্তিতে পড়ুয়ারা

আপডেট : ৩০ মে ২০২২, সোমবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ভারতীয় পড়ুয়া যারা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নিতে চান তাদের জন্য সুখবর। ইউজিসি ন্যাশনাল হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (এনএইচইকিউএফ) পরিবর্তন করেছে। এই পরিবর্তনের ফলে বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাওয়ার পথ অনেকটাই সহজ হল। যে সমস্ত পড়ুয়ারা বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির যোগ্যতামান পেরতে পারেননি, তাদের কেরিয়ার গড়ার নয়া সুযোগ দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসির এই এনএইচইকিউএফ পরিবর্তন।

 

নতুন এই নিয়ম অনুযায়ী বিদেশি বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির যৌথভাবে তিনটি উপায়ে প্রোগ্রাম চলবে। প্রথমত দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি হবে যার কারণে যে কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অন্য কোন প্রতিষ্ঠানে গিয়ে যে কোন কোর্স পড়তে পারবেন। এক্ষেত্রে উভয় প্রতিষ্ঠান একে অপরের সাথে কোর্স ক্রেডিট শেয়ার করবেন এবং শেষে স্বীকৃতিও দেবে।

দ্বিতীয়টি হল, অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধাপ। এর ফলে ভারতের যে কোনো শীর্ষ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিদেশী বিশ্ববিদ্যালয়ের যৌথ কোর্স পরিচালিত হবে। এর জন্য উভয় প্রতিষ্ঠানকে প্রথমে একটি সমঝোতা স্মারকে সই করতে হবে। এর মধ্যে বিদেশী বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০% কোর্স অধ্যায়ন করা হবে, তবে ডিগ্রি দেওয়া হবে ভারতীয় প্রতিষ্ঠান থেকে। শিক্ষার্থীরা যে সার্টিফিকেট পাবেন তা জারি করা থাকবে বিদেশী বিশ্ববিদ্যালয় থেকে।

তৃতীয়টি হলো দ্বৈত ডিগ্রি। ভারতের যে কোনো বিশ্ববিদ্যালয় বিদেশী বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় কোর্স পরিচালনা করতে পারবে এবং কোর্সের জন্য দুই বিশ্ববিদ্যালয় থেকে আলাদা ডিগ্রি প্রদান করা হবে অর্থাৎ একটি কোর্সের জন্য শিক্ষার্থীরা পাবেন দুটি ডিগ্রি। একটি ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে এবং অপরটি বিদেশী বিশ্ববিদ্যালয় থেকে । ইউজিসির তরফ থেকে দুই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিকে স্বীকৃতি দেওয়া হবে। তবে শুধুমাত্র ন্যাক (NAAC) এর শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলি এই ধরনের কোর্স পরিচালনা করার অনুমোদন পাবে।

উল্লেখ্য, বিশ্বজুড়ে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ৬ থেকে ১২ পর্যন্ত স্তর রয়েছে। স্কটল্যান্ড বিশ্বের সর্বোচ্চ ১২ নম্বরে আছে. নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়া লেভেল ১০। ইউরোপে, এটি ৮ লেভেল পর্যন্ত। একইভাবে, হংকং এবং সিঙ্গাপুর লেভেল ৭এবং থাইল্যান্ড ৬ লেভেলে উচ্চ শিক্ষা প্রদান করে।