Palestine Statehood: ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া
- আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, রবিবার
- / 371
পুবের কলম,ওয়েবডেস্ক: দীর্ঘদিনের সংগ্রামের পর অবশেষে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো ফিলিস্তিন (Palestine Statehood)। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর নিশ্চিত করেছে। স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের জন্য এটি এক যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।
mosque in the sky: বসনিয়ার পাহাড়চূড়ায় আকাশছোঁয়া মসজিদ
ফিলিস্তিনকে (Palestine Statehood) স্বীকৃতি দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার বলেন, “আজ আমরা সেই ১৫০টিরও বেশি দেশের কাতারে যোগ দিচ্ছি, যারা ইতিমধ্যেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।” তিনি উল্লেখ করেন, এই পদক্ষেপ ফিলিস্তিনি ও ইসরায়েলি জনগণের উন্নত ভবিষ্যতের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে (UK, Australia and Canada Recognize Palestine Statehood, Rebuke Israel’s Genocide)।
স্টার্মার আরও বলেন, “এই সংঘাত মানুষের মনে গভীর আবেগ তৈরি করেছে। আমরা তা রাস্তায়, স্কুলে এবং পরিবার-পরিজনের আলোচনায় প্রত্যক্ষ করেছি। কেউ কেউ এই ইস্যু ব্যবহার করে ঘৃণা ও ভয় ছড়িয়েছে। কিন্তু তাতে কোনো সমাধান আসে না।” তিনি জোর দিয়ে বলেন, “ঘৃণা শুধু প্রত্যাখ্যান করলেই হবে না, বরং তা মোকাবিলায় দ্বিগুণ প্রচেষ্টা চালাতে হবে।”



















































