ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রকাশ্যে বিরক্তি প্রকাশ করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, এই সংঘাত অব্যাহত থাকলে বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে। পাশাপাশি ট্রাম্পের অভিযোগ, নেপথ্যে একাধিক দেশ এই যুদ্ধকে দীর্ঘায়িত করতে মদত জোগাচ্ছে।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামাতে একাধিকবার উদ্যোগ নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। দুই দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলাদা আলাদা বৈঠক ও ফোনালাপ হলেও এখনো পর্যন্ত যুদ্ধবিরতির কোনও বাস্তব অগ্রগতি হয়নি। এই পরিস্থিতিতে ট্রাম্প স্পষ্ট করে জানান, দুই পক্ষের প্রতিই তিনি ক্ষুব্ধ। তাঁর কথায়, গত এক মাসেই এই সংঘাতে অন্তত ২৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই সেনা। এই রক্তপাত তাঁকে গভীরভাবে হতাশ করেছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, যুদ্ধবিরতি নিয়ে ধীরগতির অগ্রগতিতে প্রেসিডেন্ট অসন্তুষ্ট। তিনি আর ফলহীন বৈঠকে অংশ নিতে চান না। ট্রাম্প জানান, নিরাপত্তা চুক্তির আওতায় ইউক্রেনকে সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। তবে প্রস্তাবিত শান্তিচুক্তিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বাক্ষর না করায় তাঁর ক্ষোভ আরও বেড়েছে।





























