১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পবিত্র কুরআন অবমাননায় অভিযুক্ত ইউক্রেনীয় সেনা

পুবের কলম,ওয়েবডেস্ক: সম্প্রতি একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে দেখা যায়, কয়েকজন ইউক্রেনীয় সৈন্য একটি  পবিত্র কুরআনের কপি ছিঁড়ে কুটিকুটি করছে। এরপর সেই কুরআনের পাতাগুলি দিয়ে তারা আগুন ধরাচ্ছে। এই ভিডিয়ো ভাইরাল হতেই তা নানা মহলে ব্যাপক সমালোচনার জন্ম হয়েছে।

মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থের এহেন অবমাননায় সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছেন রুশপন্থী চেচেন নেতা রমজান কাদিরভ। ইউক্রেনীয় সৈন্য দ্বারা কুরআন অবমাননার ভিডিয়োটি অনলাইনে পোস্ট করেছেন তিনি। শুক্রবার কাদিরভ টেলিগ্রামে লেখেন, ‘শুধুমাত্র কুরআনের পৃষ্ঠা জ্বালানোর ঘটনার নিন্দা জানানো যথেষ্ট নয় আমি ওই ব্যক্তির মাথার দাম ৫ মিলিয়ন রুবল (৬৪ হাজার ৯৫০ ডলার) ঘোষণা করছি।’

আরও পড়ুন: রাজ্যপালকে খুনের হুমকি মেইল, অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

আরও জানান, কুরআন অবমাননাকারীকে জীবন্ত ধরে আনতে পারলে পুরস্কারের মূল্য দ্বিগুণও হতে পারে। কাদিরভ জানান, কুরআন অবমাননাকারী ওই ইউক্রেনীয় সেনাকে হত্যার পর ভবিষ্যতে যেকোনও সময়ে পুরস্কারের অর্থ দাবি করতে পারেন যে কেউ। চেচেন নেতার কথায়, ‘যখনই তা হবে, আজ, কাল, বা এক বছরের মধ্যে। পুরস্কারের অর্থ অপেক্ষা করবে।

আরও পড়ুন: খুনিদের রক্ষা! আখলাক হত্যাকাণ্ডের অভিযুক্তদের ছাড় দিতে উদ্যোগী উত্তরপ্রদেশ সরকার

এই কাজ কে বা কারা করবে তা যায় আসেনা। যেই করুক না কেন সে পুরো অর্থ পাবে।’ আরও এক পোস্টে কাদিরভ জানান, যে কুরআন অবমাননা করেছে তাঁকে কিছুতেই  ছেড়ে দেবেন না। তাঁর আশা, ঈশ্বরই  ধর্মদ্রোহীদের সাজা দেবেন। কাদিরভের মতে, কুরআন অবমাননার যে ফুটেজটি প্রকাশ্যে এসেছে সেটি ইউক্রেনের জাতীয় আদর্শের প্রতিফলন যা ‘ফ্যাসিবাদী’।

আরও পড়ুন: আগামী সপ্তাহে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সঙ্গে থাকছেন অজিত ডোভাল ও রাজনাথ সিং

কাদিরভ জানান, ঘটনার  সময় সেই ইউক্রেনীয় সৈন্যদের আশপাশে কোনও মুসলিম ছিল না। এ কারণেই তারা কুরআন জ্বালানোর সাহস পেয়েছে। কাদিরভ সেসব মুসলিম সৈন্যদেরও তিরস্কার করেন যারা ইউক্রেনের হয়ে এই যুদ্ধে নেমেছেন। বিতর্কিত ভিডিয়ো নিয়ে তুরস্কের ক্ষমতাসীন দলের সাংসদ ইব্রাহিম আয়দিন বলেন, ‘এটা এক ধরনের উসকানি ও আমাদের ধর্মের ওপর হামলা।’ যদিও তিনি সেই ভিডিয়োর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন ও সোশ্যাল মিডিয়াকে একটি ‘অবিশ্বস্ত উৎস’ বলে উল্লেখ করেন। এদিকে কুরআন অবমাননার ঘটনাকে অস্বীকার করেছে ইউক্রেন সরকার।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ইরান ছাড়ার জরুরি সতর্কতা যুক্তরাষ্ট্রের, নাগরিকদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পবিত্র কুরআন অবমাননায় অভিযুক্ত ইউক্রেনীয় সেনা

আপডেট : ১৯ মার্চ ২০২৩, রবিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: সম্প্রতি একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে দেখা যায়, কয়েকজন ইউক্রেনীয় সৈন্য একটি  পবিত্র কুরআনের কপি ছিঁড়ে কুটিকুটি করছে। এরপর সেই কুরআনের পাতাগুলি দিয়ে তারা আগুন ধরাচ্ছে। এই ভিডিয়ো ভাইরাল হতেই তা নানা মহলে ব্যাপক সমালোচনার জন্ম হয়েছে।

মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থের এহেন অবমাননায় সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছেন রুশপন্থী চেচেন নেতা রমজান কাদিরভ। ইউক্রেনীয় সৈন্য দ্বারা কুরআন অবমাননার ভিডিয়োটি অনলাইনে পোস্ট করেছেন তিনি। শুক্রবার কাদিরভ টেলিগ্রামে লেখেন, ‘শুধুমাত্র কুরআনের পৃষ্ঠা জ্বালানোর ঘটনার নিন্দা জানানো যথেষ্ট নয় আমি ওই ব্যক্তির মাথার দাম ৫ মিলিয়ন রুবল (৬৪ হাজার ৯৫০ ডলার) ঘোষণা করছি।’

আরও পড়ুন: রাজ্যপালকে খুনের হুমকি মেইল, অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

আরও জানান, কুরআন অবমাননাকারীকে জীবন্ত ধরে আনতে পারলে পুরস্কারের মূল্য দ্বিগুণও হতে পারে। কাদিরভ জানান, কুরআন অবমাননাকারী ওই ইউক্রেনীয় সেনাকে হত্যার পর ভবিষ্যতে যেকোনও সময়ে পুরস্কারের অর্থ দাবি করতে পারেন যে কেউ। চেচেন নেতার কথায়, ‘যখনই তা হবে, আজ, কাল, বা এক বছরের মধ্যে। পুরস্কারের অর্থ অপেক্ষা করবে।

আরও পড়ুন: খুনিদের রক্ষা! আখলাক হত্যাকাণ্ডের অভিযুক্তদের ছাড় দিতে উদ্যোগী উত্তরপ্রদেশ সরকার

এই কাজ কে বা কারা করবে তা যায় আসেনা। যেই করুক না কেন সে পুরো অর্থ পাবে।’ আরও এক পোস্টে কাদিরভ জানান, যে কুরআন অবমাননা করেছে তাঁকে কিছুতেই  ছেড়ে দেবেন না। তাঁর আশা, ঈশ্বরই  ধর্মদ্রোহীদের সাজা দেবেন। কাদিরভের মতে, কুরআন অবমাননার যে ফুটেজটি প্রকাশ্যে এসেছে সেটি ইউক্রেনের জাতীয় আদর্শের প্রতিফলন যা ‘ফ্যাসিবাদী’।

আরও পড়ুন: আগামী সপ্তাহে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সঙ্গে থাকছেন অজিত ডোভাল ও রাজনাথ সিং

কাদিরভ জানান, ঘটনার  সময় সেই ইউক্রেনীয় সৈন্যদের আশপাশে কোনও মুসলিম ছিল না। এ কারণেই তারা কুরআন জ্বালানোর সাহস পেয়েছে। কাদিরভ সেসব মুসলিম সৈন্যদেরও তিরস্কার করেন যারা ইউক্রেনের হয়ে এই যুদ্ধে নেমেছেন। বিতর্কিত ভিডিয়ো নিয়ে তুরস্কের ক্ষমতাসীন দলের সাংসদ ইব্রাহিম আয়দিন বলেন, ‘এটা এক ধরনের উসকানি ও আমাদের ধর্মের ওপর হামলা।’ যদিও তিনি সেই ভিডিয়োর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন ও সোশ্যাল মিডিয়াকে একটি ‘অবিশ্বস্ত উৎস’ বলে উল্লেখ করেন। এদিকে কুরআন অবমাননার ঘটনাকে অস্বীকার করেছে ইউক্রেন সরকার।