২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লি হিংসায় মামলায় রেহাই পেলেন উমর খালিদ – খালিদ সাইফি, তবে এখনই হচ্ছেনা জেলমুক্তি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৪ ডিসেম্বর ২০২২, রবিবার
  • / 55

 

পুবের কলম ওয়েবডেস্ক: দিল্লি হিংসা মামলা থেকে রেহাই পেলেন উমর খালিদ।২০২০ সালের এই ঘটনায় অভিযুক্ত জেএনইউ-এর প্রাক্তন ছাত্র নেতা উমর খালিদ। পাথর ছোঁড়ার একটি মামলায় শনিবার তাঁকে মুক্তি দিয়েছে কারকারদুমা আদালত।উমরের পাশাপাশি রেহাই মিলেছে ইউনাইটেড এগেনস্ট হেট’ মঞ্চের সদস্য খলিদ সাইফিরও।

আরও পড়ুন: ফের উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের বিরোধিতা করল দিল্লি পুলিশ

গত মার্চ মাসে এই কারকারদুমা আদালতই উমরের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। ২০২০ সালের ওই দাঙ্গায় ৫৩ জন নিহত হন। আহত হন কয়েকশ মানুষ। এরপর দিল্লি পুলিশ হিংসা ছড়ানোর ঘটনায় যাঁদের নামে মামলা করেছিল, তাঁদের মধ্যে প্রথমেই নাম ছিল উমর খালিদ ও খালিদ সাইফির।

আরও পড়ুন: সুপ্রিম কোর্ট থেকে জামিনের আবেদন প্রত্যাহার উমর খালিদের

উল্লেখ্য উত্তর – পূর্ব দিল্লিতে এনআরসি – সিএএ বিরোধী আন্দোলনের সময় ছড়িয়ে পড়ে হিংসা।
উমর খালিদরা ছাড়া পেলেও এই মামলায় চার্জ গঠন হয়েছে আম আদমি পার্টির প্রাক্তন কাউন্সিলর তাহির হুসেন ও তার ভাই শাহ আলমের বিরুদ্ধে ৷ ২০২০ সালে দিল্লির খাজুরি খাস পুলিশ স্টেশনে এই অভিযোগটি দায়ের হয়েছিল। তবে দিল্লি হিংসা মামলায় রেহাই মিললেও এখনই জেল মুক্তি হচ্ছে না উমর বা খলিদ সইফির।

আরও পড়ুন: আবার পিছিয়ে গেল উমর খালিদের মামলার শুনানি, পরবর্তী তারিখ ৩১ জানুয়ারি

দিল্লি হিংসা মামলায় বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ ছিল ছাত্রনেতা উমর খালিদের বিরুদ্ধে। ইউপিএ ধারায় অভিযুক্ত উমরের বিরুদ্ধে এখনও চলছে শুনানি। তাই এখনই জেল মুক্তি হচ্ছেনা জেএনইউ এর প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদের।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিল্লি হিংসায় মামলায় রেহাই পেলেন উমর খালিদ – খালিদ সাইফি, তবে এখনই হচ্ছেনা জেলমুক্তি

আপডেট : ৪ ডিসেম্বর ২০২২, রবিবার

 

পুবের কলম ওয়েবডেস্ক: দিল্লি হিংসা মামলা থেকে রেহাই পেলেন উমর খালিদ।২০২০ সালের এই ঘটনায় অভিযুক্ত জেএনইউ-এর প্রাক্তন ছাত্র নেতা উমর খালিদ। পাথর ছোঁড়ার একটি মামলায় শনিবার তাঁকে মুক্তি দিয়েছে কারকারদুমা আদালত।উমরের পাশাপাশি রেহাই মিলেছে ইউনাইটেড এগেনস্ট হেট’ মঞ্চের সদস্য খলিদ সাইফিরও।

আরও পড়ুন: ফের উমর খালিদ ও শারজিল ইমামের জামিনের বিরোধিতা করল দিল্লি পুলিশ

গত মার্চ মাসে এই কারকারদুমা আদালতই উমরের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। ২০২০ সালের ওই দাঙ্গায় ৫৩ জন নিহত হন। আহত হন কয়েকশ মানুষ। এরপর দিল্লি পুলিশ হিংসা ছড়ানোর ঘটনায় যাঁদের নামে মামলা করেছিল, তাঁদের মধ্যে প্রথমেই নাম ছিল উমর খালিদ ও খালিদ সাইফির।

আরও পড়ুন: সুপ্রিম কোর্ট থেকে জামিনের আবেদন প্রত্যাহার উমর খালিদের

উল্লেখ্য উত্তর – পূর্ব দিল্লিতে এনআরসি – সিএএ বিরোধী আন্দোলনের সময় ছড়িয়ে পড়ে হিংসা।
উমর খালিদরা ছাড়া পেলেও এই মামলায় চার্জ গঠন হয়েছে আম আদমি পার্টির প্রাক্তন কাউন্সিলর তাহির হুসেন ও তার ভাই শাহ আলমের বিরুদ্ধে ৷ ২০২০ সালে দিল্লির খাজুরি খাস পুলিশ স্টেশনে এই অভিযোগটি দায়ের হয়েছিল। তবে দিল্লি হিংসা মামলায় রেহাই মিললেও এখনই জেল মুক্তি হচ্ছে না উমর বা খলিদ সইফির।

আরও পড়ুন: আবার পিছিয়ে গেল উমর খালিদের মামলার শুনানি, পরবর্তী তারিখ ৩১ জানুয়ারি

দিল্লি হিংসা মামলায় বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ ছিল ছাত্রনেতা উমর খালিদের বিরুদ্ধে। ইউপিএ ধারায় অভিযুক্ত উমরের বিরুদ্ধে এখনও চলছে শুনানি। তাই এখনই জেল মুক্তি হচ্ছেনা জেএনইউ এর প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদের।