০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বাড়ল উমরাহ ভিসার মেয়াদ

ইমামা খাতুন
  • আপডেট : ৬ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার
  • / 94

পুবের কলম ওয়েব ডেস্ক: পবিত্র উমরাহ ভিসার মেয়াদ একমাস থেকে বাড়িয়ে ৩ মাস করেছে সউদি আরব সরকার। যেকোনও দেশের যেকোনও মুসলিম নাগরিকের জন্য এ নিয়ম প্রযোজ্য হবে। এ ছাড়া উমরাহ পালনকারীরা সউদির যেকোনও বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। সউদির হজ ও উমরাহমন্ত্রী তৌফিক আল-রাবিহা এ ঘোষণা করেছেন। ভিসার মেয়াদ কম থাকায় প্রতি বছরই নানা বিড়ম্বনায় পড়তেন লক্ষ লক্ষ উমরাহ পালনকারী। তাঁদের কথা বিবেচনা করে এবার ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া; এ বছর হজ ও উমরাহ পালনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সউদি কাস্টমস। এখন থেকে সউদিতে আসা-যাওয়ার সময় সর্বোচ্চ ৬০ হাজার রিয়াল বা সমান মূল্যের স্বর্ণ ও জিনিসপত্র বহন করা যাবে। এর চেয়ে বেশি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে লিখিত অনুমতি নিতে হবে।

আরও পড়ুন: সউদি আরবে ভারতীয়দের কাজের ভিসা বাতিল কেন?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাড়ল উমরাহ ভিসার মেয়াদ

আপডেট : ৬ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: পবিত্র উমরাহ ভিসার মেয়াদ একমাস থেকে বাড়িয়ে ৩ মাস করেছে সউদি আরব সরকার। যেকোনও দেশের যেকোনও মুসলিম নাগরিকের জন্য এ নিয়ম প্রযোজ্য হবে। এ ছাড়া উমরাহ পালনকারীরা সউদির যেকোনও বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। সউদির হজ ও উমরাহমন্ত্রী তৌফিক আল-রাবিহা এ ঘোষণা করেছেন। ভিসার মেয়াদ কম থাকায় প্রতি বছরই নানা বিড়ম্বনায় পড়তেন লক্ষ লক্ষ উমরাহ পালনকারী। তাঁদের কথা বিবেচনা করে এবার ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া; এ বছর হজ ও উমরাহ পালনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সউদি কাস্টমস। এখন থেকে সউদিতে আসা-যাওয়ার সময় সর্বোচ্চ ৬০ হাজার রিয়াল বা সমান মূল্যের স্বর্ণ ও জিনিসপত্র বহন করা যাবে। এর চেয়ে বেশি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে লিখিত অনুমতি নিতে হবে।

আরও পড়ুন: সউদি আরবে ভারতীয়দের কাজের ভিসা বাতিল কেন?