০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ওমরাহ পালন করলেন ফুটবল তারকা করিম বেঞ্জেমা,  সাদিও মানে

পুবের কলম প্রতিবেদক: ইউরোপের প্রধান দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও লিভারপুল ছেড়ে সউদি আরবের ক্লাবে নাম লিখিয়েছেন করিম বেঞ্জেমা ও সাদিও মানে। ফরাসি ফুটবল তারকা বেঞ্জেমা আল ইত্তিহাদে যোগ দিয়েছেন। অন্যদিকে,  সেনেগালিজ তারকা সাদিও মানে নাম লিখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব আল নাসরে। দু’জনে সউদি আরবের ভিন্ন ক্লাবে যোগ দিলেও পবিত্র ওমরাহ পাল করলেন একসঙ্গে। ওমরাহ করার বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে এনেছেন করিম বেঞ্জেমা নিজেই। সেখানে সাদিও মানের ওমরাহ করার বিষয়টি জানিয়েছেন তার খুব কাছের এক বন্ধু। ট্যুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেছেন বেঞ্জেমা। সেখানে কাবা শরিফের চারপাশে প্রদক্ষিণ করা ১১ সেকেন্ডের ভিডিয়োতে বেঞ্জেমা বলেন, ‘মাশাআল্লাহ, সেরার থেকেও সেরা। আলহামদুলিল্লাহ।’

 

রিয়াল ছেড়ে আল ইত্তিহাদে যোগ দিয়েছেন বেঞ্জেমা। এই ক্লাবের জার্সি গায়ে খেলতে নেমে গোল করে শুরুতেই সবার নজর কাড়েন তিনি। আলজেরিয়ান বংশোদ্ভূত ফরাসি এই ফুটবল তারকা একজন ধার্মিক মুসলিম হিসেবেই পরিচিত। ইহরাম পরা অবস্থায় কাবা শরিফ তাওয়াফ করার সময় নিজেই ভিডিয়ো করেছেন বেঞ্জেমা। পোস্ট করা ভিডিয়োর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘খুবই খুশি’। এর আগে ২০১৬ সালে সউদি আরব সফরের সময়ও ওমরাহ পালন করেছিলেন বেঞ্জেমা। অন্যদিকে, বায়ার্ন মিউনিখ ছেড়ে সউদির প্রো লিগের আল নাসরে যোগ দেওয়া সাদিও মানে এই ক্লাবের জার্সিতে অভিষেকের কয়েক ঘণ্টা পরেই ওমরাহ পালন করতে যান। ওমরাহ’তে তার সঙ্গে ছিলেন আল নাসরের কয়েকজন মুসলিম ফুটবলারও। যাদের মধ্যে অন্যতম ছিলেন সেকো ফোফানা।

সর্বধিক পাঠিত

পুলিশি তল্লাশিতে উদ্ধার অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরক, রাজস্থানে ধৃত ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওমরাহ পালন করলেন ফুটবল তারকা করিম বেঞ্জেমা,  সাদিও মানে

আপডেট : ৯ অগাস্ট ২০২৩, বুধবার

পুবের কলম প্রতিবেদক: ইউরোপের প্রধান দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও লিভারপুল ছেড়ে সউদি আরবের ক্লাবে নাম লিখিয়েছেন করিম বেঞ্জেমা ও সাদিও মানে। ফরাসি ফুটবল তারকা বেঞ্জেমা আল ইত্তিহাদে যোগ দিয়েছেন। অন্যদিকে,  সেনেগালিজ তারকা সাদিও মানে নাম লিখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব আল নাসরে। দু’জনে সউদি আরবের ভিন্ন ক্লাবে যোগ দিলেও পবিত্র ওমরাহ পাল করলেন একসঙ্গে। ওমরাহ করার বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে এনেছেন করিম বেঞ্জেমা নিজেই। সেখানে সাদিও মানের ওমরাহ করার বিষয়টি জানিয়েছেন তার খুব কাছের এক বন্ধু। ট্যুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেছেন বেঞ্জেমা। সেখানে কাবা শরিফের চারপাশে প্রদক্ষিণ করা ১১ সেকেন্ডের ভিডিয়োতে বেঞ্জেমা বলেন, ‘মাশাআল্লাহ, সেরার থেকেও সেরা। আলহামদুলিল্লাহ।’

 

রিয়াল ছেড়ে আল ইত্তিহাদে যোগ দিয়েছেন বেঞ্জেমা। এই ক্লাবের জার্সি গায়ে খেলতে নেমে গোল করে শুরুতেই সবার নজর কাড়েন তিনি। আলজেরিয়ান বংশোদ্ভূত ফরাসি এই ফুটবল তারকা একজন ধার্মিক মুসলিম হিসেবেই পরিচিত। ইহরাম পরা অবস্থায় কাবা শরিফ তাওয়াফ করার সময় নিজেই ভিডিয়ো করেছেন বেঞ্জেমা। পোস্ট করা ভিডিয়োর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘খুবই খুশি’। এর আগে ২০১৬ সালে সউদি আরব সফরের সময়ও ওমরাহ পালন করেছিলেন বেঞ্জেমা। অন্যদিকে, বায়ার্ন মিউনিখ ছেড়ে সউদির প্রো লিগের আল নাসরে যোগ দেওয়া সাদিও মানে এই ক্লাবের জার্সিতে অভিষেকের কয়েক ঘণ্টা পরেই ওমরাহ পালন করতে যান। ওমরাহ’তে তার সঙ্গে ছিলেন আল নাসরের কয়েকজন মুসলিম ফুটবলারও। যাদের মধ্যে অন্যতম ছিলেন সেকো ফোফানা।