০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মহম্মদ আলি পার্কের পুজো নিয়ে অনিশ্চিয়তা, পার্কের ভেতর মণ্ডপের অনুমতি দিল না পুরসভা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২২ অগাস্ট ২০২২, সোমবার
  • / 46

পুবের কলম প্রতিবেদক: তিন বছর পর পার্কের ভেতরেই বড় মণ্ডপ করে পুজোর উদ্যোগ শুরু করেছিল মহম্মদ আলি পার্কের পুজো কমিটি। পার্কের ভূগর্ভস্থ জলাধারের ওপরেই তৈরি হয়েছিল প্যান্ডেল। যদিও শেষমেশ কলকাতা পুরসভার তরফে মিলল না অনুমতি। পুর কর্তৃপক্ষের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, কোনওভাবেই ভূগর্ভস্থ জলাধারের ওপর মণ্ডপ করার সম্মতি দেওয়া হবে না। সোমবার কলকাতা পুরভবনে সংশ্লিষ্ট পুজো কমিটির কর্তাদের সঙ্গে বৈঠক করেন পুরসভার জল সরবরাহ বিভাগের ডিরেক্টর জেনারেল মৈনাক মুখোপাধ্যায়। সেই বৈঠকেই পার্কের ভেতরে পুজো করা নিয়ে পুরসভার সিদ্ধান্ত স্পষ্ট করে দেওয়া হয়।

 

আরও পড়ুন: ডেঙ্গু রোধে কড়া পদক্ষেপ পুরসভার, তিন কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে মামলা

মহম্মদ আলি পার্কের পুজো কমিটির পাঁচ সদস্যের দল পুরসভায় বৈঠকে যোগ দেন। নেতৃত্বে ছিলেন মহম্মদ আলি পার্ক পুজো কমিটির যুগ্ম সম্পাদক অশোক ওঝা। কলকাতা পুরসভা সূত্রে খবর, আলোচনায় জল সরবরাহ বিভাগের ডিজি স্পষ্ট জানিয়ে দেন যে, কোনওভাবেই জলাধারের উপর মণ্ডপ করার অনুমতি দেওয়া হবে না। যে মণ্ডপ করা হয়েছে তা খুলে ফেলতে হবে। সিঁড়ির সামনে ফুটপাতের ওপরই পুজো করতে হবে। কোনওভাবেই জলাধারের উপরে এখন বা ভবিষ্যতে অনুমতি দেওয়া হবে না। জলাধারের উপরে মণ্ডপ তৈরি করে পুজোর আয়োজন করলে সেখানে চাপ বাড়বে এবং যে-কোনও সময় বড়সড় বিপত্তির আশঙ্কা থেকে যাচ্ছে। ভেঙে পড়ার সম্ভাবনা সব থেকে বেশি। সেক্ষেত্রে উদ্যোক্তাদের অন্যত্র জায়গা খুঁজে নিতে বলা হয়েছে।

আরও পড়ুন: পুজোর  আগে হকারদের পাশে মমতা, ৩ দফায় মিলবে ৮০ হাজার টাকা

বৈঠক শেষে পুজো কমিটির যুগ্ম সম্পাদক অশোক ওঝা জানান,, মঙ্গলবার কলকাতা পুরসভার সঙ্গে যৌথভাবে ওই জলাধারের উপর এবং আশপাশের অংশ পরিদর্শন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর তাঁদেরই জায়গা খুঁজে নিতে হবে।

আরও পড়ুন: ফের হকার রাজত্বের মাথাচাড়া, পুরসভাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ নবান্নের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মহম্মদ আলি পার্কের পুজো নিয়ে অনিশ্চিয়তা, পার্কের ভেতর মণ্ডপের অনুমতি দিল না পুরসভা

আপডেট : ২২ অগাস্ট ২০২২, সোমবার

পুবের কলম প্রতিবেদক: তিন বছর পর পার্কের ভেতরেই বড় মণ্ডপ করে পুজোর উদ্যোগ শুরু করেছিল মহম্মদ আলি পার্কের পুজো কমিটি। পার্কের ভূগর্ভস্থ জলাধারের ওপরেই তৈরি হয়েছিল প্যান্ডেল। যদিও শেষমেশ কলকাতা পুরসভার তরফে মিলল না অনুমতি। পুর কর্তৃপক্ষের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, কোনওভাবেই ভূগর্ভস্থ জলাধারের ওপর মণ্ডপ করার সম্মতি দেওয়া হবে না। সোমবার কলকাতা পুরভবনে সংশ্লিষ্ট পুজো কমিটির কর্তাদের সঙ্গে বৈঠক করেন পুরসভার জল সরবরাহ বিভাগের ডিরেক্টর জেনারেল মৈনাক মুখোপাধ্যায়। সেই বৈঠকেই পার্কের ভেতরে পুজো করা নিয়ে পুরসভার সিদ্ধান্ত স্পষ্ট করে দেওয়া হয়।

 

আরও পড়ুন: ডেঙ্গু রোধে কড়া পদক্ষেপ পুরসভার, তিন কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে মামলা

মহম্মদ আলি পার্কের পুজো কমিটির পাঁচ সদস্যের দল পুরসভায় বৈঠকে যোগ দেন। নেতৃত্বে ছিলেন মহম্মদ আলি পার্ক পুজো কমিটির যুগ্ম সম্পাদক অশোক ওঝা। কলকাতা পুরসভা সূত্রে খবর, আলোচনায় জল সরবরাহ বিভাগের ডিজি স্পষ্ট জানিয়ে দেন যে, কোনওভাবেই জলাধারের উপর মণ্ডপ করার অনুমতি দেওয়া হবে না। যে মণ্ডপ করা হয়েছে তা খুলে ফেলতে হবে। সিঁড়ির সামনে ফুটপাতের ওপরই পুজো করতে হবে। কোনওভাবেই জলাধারের উপরে এখন বা ভবিষ্যতে অনুমতি দেওয়া হবে না। জলাধারের উপরে মণ্ডপ তৈরি করে পুজোর আয়োজন করলে সেখানে চাপ বাড়বে এবং যে-কোনও সময় বড়সড় বিপত্তির আশঙ্কা থেকে যাচ্ছে। ভেঙে পড়ার সম্ভাবনা সব থেকে বেশি। সেক্ষেত্রে উদ্যোক্তাদের অন্যত্র জায়গা খুঁজে নিতে বলা হয়েছে।

আরও পড়ুন: পুজোর  আগে হকারদের পাশে মমতা, ৩ দফায় মিলবে ৮০ হাজার টাকা

বৈঠক শেষে পুজো কমিটির যুগ্ম সম্পাদক অশোক ওঝা জানান,, মঙ্গলবার কলকাতা পুরসভার সঙ্গে যৌথভাবে ওই জলাধারের উপর এবং আশপাশের অংশ পরিদর্শন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর তাঁদেরই জায়গা খুঁজে নিতে হবে।

আরও পড়ুন: ফের হকার রাজত্বের মাথাচাড়া, পুরসভাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ নবান্নের