২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বজ্রপাতে লালগোলায় মৃত্যু মামা-ভাগ্নের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২২ এপ্রিল ২০২২, শুক্রবার
  • / 42

পুবের কলম প্রতিবেদকঃ শুক্রবার  বিকেলের ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত  সহ বৃষ্টির ফলে গুমোট থেকে জেলাবাসি স্বস্তি পেলেও বজ্রাঘাতে মৃত্যু  হয়েছে মামা ভাগ্নের। মৃতরা হলেন জাকির হোসেন (৩৫) ও সারিকুল ইসলাম(১১)। শুক্রবার ঘটনাটি ঘটেছে লালগোলা থানার যশইতলা গ্রাম পঞ্চায়েতের দিয়াড় ফতেপুর এলাকায়। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছান লালগোলা থানার ওসি সন্দীপ সেন। পরবর্তী তে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠান হয়। এদিকে প্রবল শিলা বৃষ্টিতে লালগোলা– ভগবানগোলা এবং জিয়াগঞ্জ থানা এলাকার ফসল ও আমের ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।      পুলিশ সুত্রে জানা গিয়েছে– থানার দিয়াড় ফতেপুরের বাসি জাকির হোসেন – দৌলতাবাদ থানার চুয়াডাঙ্গা বিলচাউতি গ্রামের বাসিদা ভাগ্নে সারিকুল ইসলাম কে নিয়ে পাটের জমিতে সেচ দিতে যায়। কিন্তু  বিকাল তিন টে নাগাদ আচমকা বজ্রপাত শুরু হলে  মেশিন বন্ধ করে  জলের পাইপ গুটাতে থাকে ওই সময় বিকট আওয়াজ করে বজ্রপাত  হলে জমিতে লুটিয়ে পড়েন মামা ভাগ্নে। মাঠের অন্যান্য মানুষ জন ছুটে এসে তাদের উদ্ধার করে কানাপুকুর গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে জানিয়ে দেন। দুই সন্তানের বাবা জাকির ও স্থানীয় ধুলাউড়ি হাই স্কুলের পঞ্চম শ্রেনীর ছাত্র সারিকুলের মৃতু্যর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিকে ঝড় ও শিলা বৃষ্টির প্রভাবে এলাকায় আমের ব্যাপক ক্ষতি হয়। ঝড়ের দাপটে ভেঙে পড়ে গাছপালা– উড়ে যায় বাড়ি ঘরের চালা। কোনও কেনও এলাকায় বন্ধ করে দেওয়া বিদ্যুৎ পরিবহন। এই ব্যাপারে যশইতলা গ্রাম পঞ্চায়েতের নির্বচিত  সদস্য হজরত ওমর মিন্টু বলেন–  মৃত্যুর পরিবার কে  প্রাথমিক ভাবে ত্রানের ব্যাবস্থ করা হবে পঞ্চায়েত থেকে–  এলাকার   ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা হবে। এদিকে ভগবানগোলার বিডিও পুলক কান্তি মজুমদার বলেন–  ঝড় ও শিলাবৃষ্টি তে বাড়ি ঘর ও আমের ক্ষতি হয়েছে। সে সব ক্ষতিয়ে দেখা হচ্ছে।

 

আরও পড়ুন: বৃষ্টির হাত থেকে বাঁচতে গাছের নিচে আশ্রয় , হাওড়ার লিলুয়ায় বাজ পড়ে আহত দুই শিশু সহ চার   

আরও পড়ুন: মর্মান্তিকঃ মুর্শিদাবাদে বজ্রাঘাতে নিহত দুই বালক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বজ্রপাতে লালগোলায় মৃত্যু মামা-ভাগ্নের

আপডেট : ২২ এপ্রিল ২০২২, শুক্রবার

পুবের কলম প্রতিবেদকঃ শুক্রবার  বিকেলের ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত  সহ বৃষ্টির ফলে গুমোট থেকে জেলাবাসি স্বস্তি পেলেও বজ্রাঘাতে মৃত্যু  হয়েছে মামা ভাগ্নের। মৃতরা হলেন জাকির হোসেন (৩৫) ও সারিকুল ইসলাম(১১)। শুক্রবার ঘটনাটি ঘটেছে লালগোলা থানার যশইতলা গ্রাম পঞ্চায়েতের দিয়াড় ফতেপুর এলাকায়। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছান লালগোলা থানার ওসি সন্দীপ সেন। পরবর্তী তে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠান হয়। এদিকে প্রবল শিলা বৃষ্টিতে লালগোলা– ভগবানগোলা এবং জিয়াগঞ্জ থানা এলাকার ফসল ও আমের ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।      পুলিশ সুত্রে জানা গিয়েছে– থানার দিয়াড় ফতেপুরের বাসি জাকির হোসেন – দৌলতাবাদ থানার চুয়াডাঙ্গা বিলচাউতি গ্রামের বাসিদা ভাগ্নে সারিকুল ইসলাম কে নিয়ে পাটের জমিতে সেচ দিতে যায়। কিন্তু  বিকাল তিন টে নাগাদ আচমকা বজ্রপাত শুরু হলে  মেশিন বন্ধ করে  জলের পাইপ গুটাতে থাকে ওই সময় বিকট আওয়াজ করে বজ্রপাত  হলে জমিতে লুটিয়ে পড়েন মামা ভাগ্নে। মাঠের অন্যান্য মানুষ জন ছুটে এসে তাদের উদ্ধার করে কানাপুকুর গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে জানিয়ে দেন। দুই সন্তানের বাবা জাকির ও স্থানীয় ধুলাউড়ি হাই স্কুলের পঞ্চম শ্রেনীর ছাত্র সারিকুলের মৃতু্যর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিকে ঝড় ও শিলা বৃষ্টির প্রভাবে এলাকায় আমের ব্যাপক ক্ষতি হয়। ঝড়ের দাপটে ভেঙে পড়ে গাছপালা– উড়ে যায় বাড়ি ঘরের চালা। কোনও কেনও এলাকায় বন্ধ করে দেওয়া বিদ্যুৎ পরিবহন। এই ব্যাপারে যশইতলা গ্রাম পঞ্চায়েতের নির্বচিত  সদস্য হজরত ওমর মিন্টু বলেন–  মৃত্যুর পরিবার কে  প্রাথমিক ভাবে ত্রানের ব্যাবস্থ করা হবে পঞ্চায়েত থেকে–  এলাকার   ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা হবে। এদিকে ভগবানগোলার বিডিও পুলক কান্তি মজুমদার বলেন–  ঝড় ও শিলাবৃষ্টি তে বাড়ি ঘর ও আমের ক্ষতি হয়েছে। সে সব ক্ষতিয়ে দেখা হচ্ছে।

 

আরও পড়ুন: বৃষ্টির হাত থেকে বাঁচতে গাছের নিচে আশ্রয় , হাওড়ার লিলুয়ায় বাজ পড়ে আহত দুই শিশু সহ চার   

আরও পড়ুন: মর্মান্তিকঃ মুর্শিদাবাদে বজ্রাঘাতে নিহত দুই বালক