পুবের কলম, ওয়েবডেস্ক: প্রকাশ্যে বিক্রি হচ্ছিল অস্ত্র। উত্তরপ্রদেশের এক বাজারে তরোয়াল এবং কুড়ুল বিতরণ করতে দেখা যায় হিন্দু রক্ষা দলকে। জানা গিয়েছে, এই মিছিলে অস্ত্র নিয়ে যোগ দেন সংগঠনের সদস্যরা। তাদের মধ্যে অস্ত্র বিতরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদের শালিমার গার্ডেন কলোনি এলাকায়। এই ঘটনা উত্তর প্রদেশে আইন-শৃঙ্খলার বিষয়ে নতুন উদ্বেগ সামনে নিয়ে এসেছে। বিভিন্ন ছোট ছোট দলগুলির কার্যকলাপের উপরে প্রশাসনের নজরদারির বিষয়টিও উঠে এসেছে।
প্রকাশ্যে বিলির ঘটনা ভাইরাল হতেই দ্রুত ব্যবস্থা নেয় পুলিশ। দশ জন কট্টরপন্থীকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। যথাযথ লাইসেন্স না থাকলে তরোয়ালের মতো ধারালো অস্ত্র প্রকাশ্যে বিতরণ সাধারণত অস্ত্র আইনে নিষিদ্ধ। পুলিশ সূত্রে খবর, সংগঠনের সভাপতি ভূপেন্দ্র চৌধুরী-সহ ১৬ জনের বিরুদ্ধে দাঙ্গা, বেআইনি সমাবেশ এবং জনসাধারণের শান্তি বিঘ্নিত হতে পারে এমন ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। ট্রান্স হিন্ডন পুলিশের ডেপুটি কমিশনার নিমিশ পাতিল বলেন, এই দলের দুই ডজনেরও বেশি অজ্ঞাতপরিচয় সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সূত্রের খবর, বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে হিংসার খবরের পরেই, হিন্দুদের তাদের নিজের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার আহ্বান জানায় দলটি। হিন্দু রক্ষা দলের সদস্যদের দাবি, হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে আত্মরক্ষার জন্য এই অস্ত্র বিলি করা হয়েছে। মুসলিমদের মোকাবেলা করার জন্য ২৫০টি অস্ত্র সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।




























