রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের আগাম জামিন বহাল রাখল সুপ্রিম কোর্ট

- আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 122
মোল্লা জসিমউদ্দিন: শুক্রবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বড়সড় আইনী স্বস্তি পেলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। দেশের শীর্ষ আদালত রাজীব কুমারের আগাম জামিন বহাল রাখল। তাঁর আগাম জামিন খারিজ করার আবেদন জানিয়েছিল সিবিআই। অবশেষে সিবিআইয়ের সেই আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।
জানা গিয়েছে, ৮ সপ্তাহ পরে এই মামলার শুনানি হতে পারে।তবে আদালত অবমাননা মামলাটি বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। জানা গেছে, ২০১৯ সালে কলকাতা হাইকোর্ট রাজ্য পুলিশের বর্তমান ডিজি রাজীব কুমারকে আগাম জামিন দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দ্বারস্থ হয়েছিল সুপ্রিম কোর্টের।
দীর্ঘ ৬ বছর পর সেই মামলার শুনানি শুরু হয়েছে। এই মামলার শুরুতেই প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন সিবিআইয়ের এই বিলম্বিত মনোভাব নিয়ে। সলিসিটর জেনারেল তুষার মেহতা সিবিআইয়ের হয়ে সওয়াল করেন । রাজীবের আইনজীবী আদালতকে জানান -‘তাঁর মক্কেল একাধিকবার তদন্তে সহযোগিতা করতে চাইলেও গত ছয় বছরে সিবিআই তাঁকে একবারও ডেকে পাঠায়নি’।
এই শুনে প্রধান বিচারপতি বিস্মিত হয়ে প্রশ্ন করেন, -’৬ বছর ধরে তাহলে কী করছিল সিবিআই’। সলিসিটর জেনারেল তুষার মেহতা একাধিক যুক্তি দিলেও তা ধোপে টেকেনি। শুক্রবার এই মামলার পরবর্তী শুনানিরক দিন ধার্য হয়েছিল। শুক্রবার ডিজির পক্ষেই রায় দিয়েছে আদালত। জামিন মামলার শুনানিতে আপাতত স্বস্তি পেয়েছে রাজ্য পুলিশেক ডিজি। শীর্ষ আদালতে এই বিষয়ে বড়সড় ধাক্কা খেল সিবিআই।