১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের একজিকিউটিভ ডিরেক্টর
IMF Executive Director হলেন উর্জিত প্যাটেল

ইমামা খাতুন
- আপডেট : ২৯ অগাস্ট ২০২৫, শুক্রবার
- / 126
পুবের কলম, ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের একজিকিউটিভ ডিরেক্টর (IMF Executive Director) হলেন উর্জিত প্যাটেল। তিন বছরের জন্য এই পদে থাকবেন তিনি। বলা বাহুল্য, ভারতের রিজার্ভ ব্যাঙ্কের (RBI ) প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেল।
সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নীত Vipul Pancholi, Alok Aradhe
শুক্রবার ভারত সরকারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, উর্জিত আইএমএফে ভারত-বাংলাদেশ-নেপালের মতো দেশের প্রতিনিধিত্ব করবেন। এর আগে আইএমএফে ভারতের এক্সিকিউটিভ কমিটিতে ছিলেন কৃষ্ণমূর্তি ভি সুব্রহ্মণ্যম। মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই তাঁকে দেশে ফেরায় সরকার। তাঁর স্থলাভিষিক্ত হলেন উর্জিত।