০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে বাড়তি ২৫ শতাংশ শুল্ক নাও চাপতে পারে, ইঙ্গিত ট্রাম্পের

ইমামা খাতুন
  • আপডেট : ১৬ অগাস্ট ২০২৫, শনিবার
  • / 133

পুবের কলম, ওয়েব ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলাস্কা শীর্ষ বৈঠকের জেরে ভারতের উপর ট্রাম্পের বাড়তি শুল্ক বোঝার হার না চাপার সম্ভাবনাই বেশি। দুই নেতার কথাবার্তার নিট ফল জিরো না তার বেশি, তা এখনও স্পষ্ট নয়।

 

আরও পড়ুন: Epicentre of global terror: একটা দেশ সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত হয়েছে: জয়শঙ্কর

তবে যে সব দেশ রাশিয়া থেকে পেট্রোপণ্য কেনে সেই সব দেশের উপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক চাপানোর যে ঘোষণা করেছিলেন ট্রাম্প সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে চলেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার ফক্স নিউজকে এই আভাস দিয়েছেন। সামনের ২৭ আগস্ট থেকে এই বাড়তি শুল্ক চাপার কথা। এই নিয়ে ভারত বেশ চিন্তিত ছিল।

আরও পড়ুন: Women’s Asia Cup Hockey 2025: এশিয়া কাপ হকিতে ফাইনালে ভারত

 

আরও পড়ুন: IND vs PAK ক্রিকেট উপভোগ করতে পরামর্শ আক্রমের 

তার আগেই ট্রাম্প বলেছেন, বাড়তি শুল্ক নাও চাপাতে পারি। দেখি, কী করব। তিনি( পুতিন) এক তেলক্রেতা দেশকে হারাবেন। সেটা হচ্ছে ভারত। ভারত প্রয়োজনীয় তেলের ৪০ শতাংশ রাশিয়া থেকে কেনে। চিনও অনেক তেল বিক্রি করছে। এখন আমি দ্বিতীয়বার যে শুল্ক চাপিয়েছিলাম তা বহাল রাখলে ভয়ংকর বিপাকে পড়বে ভারত। তাই ওটি আর চাপাবো না ভাবছি। আমি যদি মনে করি তা বহাল রাখতেই পারি। এমনও হতে পারে তা করব না।

 

মনে হচ্ছে, প্রেসিডেন্ট পুতিনের অনুরোধেই ভারত- সহ যে সব দেশ রাশিয়া থেকে পেট্রোপণ্য কেনে তাদের উপর বাড়তি শুল্ক প্রত্যাহার করে নেবেন ট্রাম্প। কিন্তু যখন আলাস্কায় এই বৈঠক হচ্ছে তখন আমেরিকার অর্থসচিব স্কট বেসেন্ট বলেছিলেন, রাশিয়ার সঙ্গে আমাদের কথা ভালো দিকে যাচ্ছে না।

এর ফল ভুগতে হবে ভারত সহ সেই সব দেশকে যারা রাশিয়ার তেল কেনে। তিনি বাড়তি শুল্ক না ওঠার কথাই বলেছিলেন। তিনি বলেছিলেন, অনির্দ্দিষ্টকাল এই শুল্ক থাকতে পারে, আবার মাঝে প্রত্যাহার করা হতে পারে। তবে ট্রাম্প যখন ভিন্ন কথা বলেছেন তখন বেসেন্টের কথা মূল্যহীন হয়ে পড়েছে। ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আবার বলেছেন, আমি বিশ্বে শান্তি চাই। রাশিয়া- ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে এসেছিলাম। ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধ করেছি।

কিন্তু গাজা ভূখণ্ডে তিনি কেমন ‘শান্তি’ আনছেন, তা অবশ্য সাংবাদিক জিজ্ঞেসও করেনি, তিনিও কোনও কথা বলেননি।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারতে বাড়তি ২৫ শতাংশ শুল্ক নাও চাপতে পারে, ইঙ্গিত ট্রাম্পের

আপডেট : ১৬ অগাস্ট ২০২৫, শনিবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলাস্কা শীর্ষ বৈঠকের জেরে ভারতের উপর ট্রাম্পের বাড়তি শুল্ক বোঝার হার না চাপার সম্ভাবনাই বেশি। দুই নেতার কথাবার্তার নিট ফল জিরো না তার বেশি, তা এখনও স্পষ্ট নয়।

 

আরও পড়ুন: Epicentre of global terror: একটা দেশ সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত হয়েছে: জয়শঙ্কর

তবে যে সব দেশ রাশিয়া থেকে পেট্রোপণ্য কেনে সেই সব দেশের উপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক চাপানোর যে ঘোষণা করেছিলেন ট্রাম্প সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে চলেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার ফক্স নিউজকে এই আভাস দিয়েছেন। সামনের ২৭ আগস্ট থেকে এই বাড়তি শুল্ক চাপার কথা। এই নিয়ে ভারত বেশ চিন্তিত ছিল।

আরও পড়ুন: Women’s Asia Cup Hockey 2025: এশিয়া কাপ হকিতে ফাইনালে ভারত

 

আরও পড়ুন: IND vs PAK ক্রিকেট উপভোগ করতে পরামর্শ আক্রমের 

তার আগেই ট্রাম্প বলেছেন, বাড়তি শুল্ক নাও চাপাতে পারি। দেখি, কী করব। তিনি( পুতিন) এক তেলক্রেতা দেশকে হারাবেন। সেটা হচ্ছে ভারত। ভারত প্রয়োজনীয় তেলের ৪০ শতাংশ রাশিয়া থেকে কেনে। চিনও অনেক তেল বিক্রি করছে। এখন আমি দ্বিতীয়বার যে শুল্ক চাপিয়েছিলাম তা বহাল রাখলে ভয়ংকর বিপাকে পড়বে ভারত। তাই ওটি আর চাপাবো না ভাবছি। আমি যদি মনে করি তা বহাল রাখতেই পারি। এমনও হতে পারে তা করব না।

 

মনে হচ্ছে, প্রেসিডেন্ট পুতিনের অনুরোধেই ভারত- সহ যে সব দেশ রাশিয়া থেকে পেট্রোপণ্য কেনে তাদের উপর বাড়তি শুল্ক প্রত্যাহার করে নেবেন ট্রাম্প। কিন্তু যখন আলাস্কায় এই বৈঠক হচ্ছে তখন আমেরিকার অর্থসচিব স্কট বেসেন্ট বলেছিলেন, রাশিয়ার সঙ্গে আমাদের কথা ভালো দিকে যাচ্ছে না।

এর ফল ভুগতে হবে ভারত সহ সেই সব দেশকে যারা রাশিয়ার তেল কেনে। তিনি বাড়তি শুল্ক না ওঠার কথাই বলেছিলেন। তিনি বলেছিলেন, অনির্দ্দিষ্টকাল এই শুল্ক থাকতে পারে, আবার মাঝে প্রত্যাহার করা হতে পারে। তবে ট্রাম্প যখন ভিন্ন কথা বলেছেন তখন বেসেন্টের কথা মূল্যহীন হয়ে পড়েছে। ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আবার বলেছেন, আমি বিশ্বে শান্তি চাই। রাশিয়া- ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে এসেছিলাম। ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধ করেছি।

কিন্তু গাজা ভূখণ্ডে তিনি কেমন ‘শান্তি’ আনছেন, তা অবশ্য সাংবাদিক জিজ্ঞেসও করেনি, তিনিও কোনও কথা বলেননি।