০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বুদ্ধমূর্তি ভাঙার শাস্তি দিতেই তালিবানের উপর বোমা ফেলেছিল আমেরিকা, দাবি যোগীর

মিতা রয়
  • আপডেট : ১৫ নভেম্বর ২০২১, সোমবার
  • / 51

পুবের কলম ডেস্ক : তালিবান বুদ্ধমূর্তি ভেঙেছিল বলে ঈশ্বর তাদের শাস্তি দিয়েছেন । সেই শাস্তি হিসেবে তাদের  ওপর বোমা ফেলেছিল আমেরিকা । রবিবার এমনই দাবি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । পরে তিনি বলেন , গৌতম বুদ্ধ আমাদের সকলের কাছেই প্রেরণা স্বরূপ ।

এদিন লখনৌতে সামাজিক প্রতিনিধি সম্মেলনে যোগী বক্তব্য পেশ করেন। তিনি বলেন, আপনারা নিশ্চয় দেখেছেন তালিবান  বামিয়ানে আড়াই হাজার বছরের পুরনো বুদ্ধ মূর্তি ধ্বংস করেছিল। কুড়ি বছর আগে সারাবিশ্বে দেখেছিল তালিবানের বর্বরতা। বুদ্ধ কখনোই যুদ্ধ করতে বলেননি। তিনি মানুষের কাছে প্রেরণার উৎস।

আরও পড়ুন: ফের বীরভূমে বিপুল পরিমাণে বোমা উদ্ধার

 পরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন , ‘আপনারা নিশ্চয় দেখেছেন বুদ্ধমূর্তি ভাঙার কয়েকদিনের মধ্যে আমেরিকা বোমা ফেলেছিল তাতে অনেক তালিবান মারা যায়। গৌতম বুদ্ধের মূর্তি   ধ্বংস করার জন্য ঈশ্বর তাদের শাস্তি দিয়েছিলেন ।’

আরও পড়ুন: ৪টি পরমাণু বোমা তৈরিতে  সক্ষম ইরান: ইসরাইল

 মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের কথা উল্লেখ করে যোগী  বলেন, আমাদের বিকৃত ইতিহাস  পড়ানো হয়েছে। আমরা চন্দ্রগুপ্ত মৌর্যকে গ্রেট বলি না ,আমরা গ্রেট বলি আলেকজান্ডারকে।  চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে হেরে গিয়েছিল  আলেকজান্ডার ।আমাদের দেশের সঙ্গে  জোচ্চুরি করা হয়েছে। ইতিহাসবিদরা তা নিয়ে মুখ  খোলেন না ।

আরও পড়ুন: ক্যানিংয়ে তৃণমূল নেতা সহ তিনজনকে গুলি করে কুপিয়ে খুন, উদ্ধার বোমা ও গুলির খোল

 যোগীর দাবি, সত্য কথা প্রকাশিত হলে সমাজ আবার জেগে উঠবে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমাজকে জাগিয়ে তুলেছেন ।

প্রতিবেদক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বুদ্ধমূর্তি ভাঙার শাস্তি দিতেই তালিবানের উপর বোমা ফেলেছিল আমেরিকা, দাবি যোগীর

আপডেট : ১৫ নভেম্বর ২০২১, সোমবার

পুবের কলম ডেস্ক : তালিবান বুদ্ধমূর্তি ভেঙেছিল বলে ঈশ্বর তাদের শাস্তি দিয়েছেন । সেই শাস্তি হিসেবে তাদের  ওপর বোমা ফেলেছিল আমেরিকা । রবিবার এমনই দাবি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । পরে তিনি বলেন , গৌতম বুদ্ধ আমাদের সকলের কাছেই প্রেরণা স্বরূপ ।

এদিন লখনৌতে সামাজিক প্রতিনিধি সম্মেলনে যোগী বক্তব্য পেশ করেন। তিনি বলেন, আপনারা নিশ্চয় দেখেছেন তালিবান  বামিয়ানে আড়াই হাজার বছরের পুরনো বুদ্ধ মূর্তি ধ্বংস করেছিল। কুড়ি বছর আগে সারাবিশ্বে দেখেছিল তালিবানের বর্বরতা। বুদ্ধ কখনোই যুদ্ধ করতে বলেননি। তিনি মানুষের কাছে প্রেরণার উৎস।

আরও পড়ুন: ফের বীরভূমে বিপুল পরিমাণে বোমা উদ্ধার

 পরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন , ‘আপনারা নিশ্চয় দেখেছেন বুদ্ধমূর্তি ভাঙার কয়েকদিনের মধ্যে আমেরিকা বোমা ফেলেছিল তাতে অনেক তালিবান মারা যায়। গৌতম বুদ্ধের মূর্তি   ধ্বংস করার জন্য ঈশ্বর তাদের শাস্তি দিয়েছিলেন ।’

আরও পড়ুন: ৪টি পরমাণু বোমা তৈরিতে  সক্ষম ইরান: ইসরাইল

 মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের কথা উল্লেখ করে যোগী  বলেন, আমাদের বিকৃত ইতিহাস  পড়ানো হয়েছে। আমরা চন্দ্রগুপ্ত মৌর্যকে গ্রেট বলি না ,আমরা গ্রেট বলি আলেকজান্ডারকে।  চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে হেরে গিয়েছিল  আলেকজান্ডার ।আমাদের দেশের সঙ্গে  জোচ্চুরি করা হয়েছে। ইতিহাসবিদরা তা নিয়ে মুখ  খোলেন না ।

আরও পড়ুন: ক্যানিংয়ে তৃণমূল নেতা সহ তিনজনকে গুলি করে কুপিয়ে খুন, উদ্ধার বোমা ও গুলির খোল

 যোগীর দাবি, সত্য কথা প্রকাশিত হলে সমাজ আবার জেগে উঠবে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমাজকে জাগিয়ে তুলেছেন ।